তপু রায়হান রাব্বি ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ১৩ নভেম্বর বুধবার ড্রাইভার মোঃ আবুল কালাম আজাদের অবসর জনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক সাদিয়া ইসলাম সীমা, উপজেলা সহকারী কমিশনার ভূমি ও পৌরসভার প্রশাসক মোঃ মেহেদী হাসান ফারুক, উপজেলা সি.এ সহ অন্যান্য কর্মচারীবৃন্দ। জানা যায়, ড্রাইভার মোঃ আবুল কালাম আজাদ ফুলপুর উপজেলার পয়ারী ইউনিয়নের আশিপাঁচ কাহনিয়া গ্রামের মৃত শহর আলী মেম্বারের ছেলে। তিনি উপজেলা নির্বাহী অফিসের কার্যালয়ের গাড়ির চালক বা ড্রাইভার হিসেবে বিগত ২৪ মে ১৯৮৪ ইং তারিখে চাকুরীতে যোগদান করেন। সুনাম ও সততার সাথে দীর্ঘ কয়েক বছর পর গত ৩০ অক্টোবর ২০২৪ ইং তারিখে শেষ কর্মদিবস ছিল। পরে গত ৩১ অক্টোবর২৪ ইং তারিখ হতে P.R.L শুরু হয়েছে আর আগামী ৩০ অক্টোবর ২০২৫ ইং তারিখে চুড়ান্তভাবে শেষ হয়ে চাকুরী জীবনের ইতি ঘটবে।
Leave a Reply