মো. ইসমাইলুল করিম নিজস্ব প্রতিবেদক: পার্বত্য জেলার বান্দরবানের লামায় ফাইতং ইউনিয়ন খেদারবান ভাঙ্গাব্রিজ স্টেশন নুরুল ইসলাম সওদাগর দোকানে চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৮ ডিসেম্বর) গভীর রাতে ভিতরে ঢুকে চুরি করে। এখনো পর্যন্ত চোর শনাক্ত করতে পারেনি স্থানীয়রা। তবে বিভিন্ন জায়গায় সনাক্ত করে কাজ করছে। এদিকে এ ঘটনায় ভাঙ্গাব্রিজ ব্যবসায়ী’দের মধ্যে আতংক বিরাজ করছে। ফাইতং ইউনিয়ন খেদারবান ভাঙ্গাব্রিজ ভাই-ভাই স্টোর নামে দোকান থেকে তৈল,শাবান, সিগারেট, বিভিন্ন মশলা প্যাকেট, জর্দা’সহ মুদি দোকানে মালামাল ও ক্যাশবাক্স ভেঙে টাকাও চুরি করে নিয়ে যায় চোরেরা। এছাড়া পাশে দোকানের বন্ধ থাকায় ভেতরে প্রবেশ করতে না পেরে চলে যায়। ক্ষতিগ্রস্ত সওদাগর নুরুল ইসলাম বলেন, মধ্যে রাতে চোরেরা সংগঠিত হয়ে পরিকল্পিতভাবে ওই চুরির ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিক ধারণা স্থানীয় দোকানদার সহ চুরি হওয়া দোকান মালিকের। তবে চুরি হওয়া টাকার পরিমাণ ৪০/৪৫ হাজার পর্যন্ত হবে। তিনি আরও জানান, দিনে দোকানের বেচা-বিক্রি সেরে রাত দশটায় দিকে বাসায় যায়। পরদিন সকালে দোকানের ভিতরে ডুকে কিছু মালসামাল এলোমেলো দেখে দোকানে চুরির বিষয় বুঝতে পারি। এ বিষয়ে পাশে চায়ের দোকান সওদাগর নুরুল ইসলাম বলেন, তবে ফজরের নামাজ শেষ করে চায়ের দোকান খুলি। সাড়ে ৮টায় আমাদের দোকান মালিক নুরুল ইসলাম মুদি দোকান খুলে দেখে দোকানে পিছনে জানালা ভেঙে মালামাল চুরির করে নিয়ে যান। তবে এ ঘটনার সত্যতা নিশ্চিত করে, ক্ষতিগ্রস্ত সওদাগর’কে থানায় অভিযোগ দিতে পরামর্শ দেয়া হয়। এ বিষয়ে ফাইতং পুলিশ ফাঁড়ি ইনচার্জ নিশান চন্দ্র বল বলেন, চুরির ঘটনা ঘটিয়েছে অভিযোগ পেলে, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply