জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধিঃ হার পাওয়ার প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমাতায়ন প্রকল্পের আওতায় “আইটি সেবা প্রদানকারী”কোর্সের খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় ৮০ জন প্রশিক্ষণার্থী নারী কে বিনামূল্যে একটি করে ল্যাপটপ প্রদান করা হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর ) সকাল ১০টার দিকে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের অডিটোরিয়ামে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর এর হার পাওয়ার প্রকল্পের বাস্তবায়নে উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ৮০ জন নারী প্রশিক্ষণার্থীদের মাঝে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম। এসময় মাটিরাঙ্গা উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর এর উপজেলা আইসিটি আফিসার রাজীব রায় চৌধুরী,মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো.জসীম উদ্দিন জয়নাল, ট্রেইনিং ডিরেক্টর,নিজাম উদ্দিন,হেড অব অপারেটর ইসফাক উপস্থিত ছিলেন।সভাপতি,র বক্তব্যে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম বলেন, প্রযুক্তির সহায়তা নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে ৮০ জন প্রশিক্ষণার্থী নারীর মাঝে একটি করে ল্যাপটপ বিতরণ করা হয়েছে জানিয়ে তিনি আরো বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়ন কার্যক্রমের অংশ হিসেবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর দেশব্যাপী নারীদেরকে তথ্য প্রযুক্তি ও ফ্রিল্যান্সিংসহ উদ্ভাবনীমূলক কর্মক্ষেত্রের ব্যাপ্তি ঘটাতে প্রশিক্ষণ ও ল্যাপটপ বিতরণ করছে। আলোচনা সভা শেষে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম ৮০জন নারী প্রশিক্ষণার্থীর মাঝে একটি করে ল্যাপটপ তুলে দেন।
Leave a Reply