আলমগীর শরীফ, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি জেলাধীন রাজাপুর উপজেলা সদরের কাঁচা বাজার টু বাঘড়ি সংযোগ ব্রীজটি বহু টাকা ব্যায়ে জেলার এক প্রভাবশালী ঠিকাদার নির্মান করে এপ্রোসের কাজ নাকরে দীর্ঘদিন যাবৎ গাঢাকা দিয়ে আছেন, আবার অনেকে বলছেন পালিয়ে গেছেন। এমতাবস্থায় এলাকার ব্যবসায়ী, বাজারগামী ক্রেতা-বিক্রেতা, স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের সহ সমাজের সকল শ্রেণী-পেশার মানুষের চলাচলের দুর্ভোগ লাগবের উদ্দেশ্যে ব্রীজটির এপ্রোসের কাজ সম্পন্ন কারার উদ্যোগ নিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) রাজাপুর উপজেলা শাখার সাধারন সম্পাদক নাসিম উদ্দিন আকন। নিজস্ব অর্থায়নে ব্রীজটির এপ্রোসের কাজ শুরু করায় রাজাপুর উপজেলাবাসী খুবই খুশী।বিশেষ করে রাজাপুর শহরবাসীর দীর্ঘদিনের দাবী ছিলো এই ব্রিজটির কাজ সম্পন্ন করা। এর ফলে বাঘড়ি হাটের ব্যাপক জানযট নিরসন হবে বলেও অনেকে বলেন। ব্রীজটি চলমান হলে আবার জমে উঠবে রাজাপুর কাঁচা বাজার। ইতোমধ্যে ভুক্তভোগী রাজাপুরবাসীরা জননেতা নাসিম উদ্দিন আকনকে কৃতজ্ঞতার সাথে ধন্যবাদ জানিয়েছেন।
Leave a Reply