তপু রায়হান রাব্বি ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ বাংলাদেশে অবস্থানরত জাপানের রাষ্ট্রদূত স্বস্ত্রীক ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার একমাত্রা ডাচ্-বাংলা ব্যাংক একাডেমিতে আগমন করেছেন। জানা যায়, ১৫ই নভেম্বর রোজ শুক্রবার বেলা ১১:২৫ মিনিটে ঢাকাস্থ জাপান দুতবাস থেকে সড়কপথে জাপানের মান্যবর রাষ্ট্রদূত Mr.IWAMA Kiminori, উনার স্ত্রী Mrs. IWAMA Tomomi. সাথে ০১ জন জাপানি নাগরিকসহ ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলাস্থ ভুবনকুড়া ইউনিয়নের মাঝড়াকুড়া এলাকায় একমাত্রা ডাচ্ বাংলা ব্যাংক একাডেমিতে আগমন করেন। আগমন পরবর্তিতে মান্যবর রাষ্ট্রদূতকে উক্ত প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ এরশাদুল আহমেদ, হালুয়াঘাটের সার্কেলের সহকারি পুলিশ সুপার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আবুল খায়ের সোহেল, উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার প্রাণেশ চন্দ্র পন্ডিত অভ্যর্থনা জানান এবং প্রতিষ্ঠানের উদ্যোগে সুবিধা বঞ্চিত শিশুদের সমাজে মূলস্রোতে ফিরিয়ে আনার প্রত্যায়ে প্রেষণামূলক আলোচনা ও প্রতিষ্ঠানটি পরিদর্শন করবেন। পরে দুপুর সাড়ে ১২টা থেকে ২ টা পর্যন্ত উক্ত প্রতিষ্ঠানে বিশ্রাম ও দুপুরের লাঞ্চ করেন। এরপর বিকাল ৪টা থেকে সাড়ে ৭টায় পর্যন্ত একাডেমীতে শিশুদের সাথে সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান করেন। পরে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত আউটডোর গেমসে অংশগ্রহণ করেন। ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত ইনডোর গেমস এবং সাড়ে ১০টায় ক্যাম্প ফায়ার শেষে একাডেমিতে রাত্রীযাপন করবেন। আরো জানা যায়, ১৬ নভেম্বর শনিবার আনুমানিক ০৮:৪৫ ঘটিকায় একাডেমি শিশুদের মর্নিং কুচকাওয়াজ পরিদর্শন, ০৯ থেকে১১ঘটিকায় ক্লাস ভিজিট (একাডেমি স্কুল) শেষে ১১ ঘটিকায় সড়কপথে ঢাকার উদ্দেশ্যে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলা ত্যাগ করবেন। উল্লেখ্য, জাপান দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূতের আগমনকে কেন্দ্র করে গত ১৪ নভেম্বর ২০২৪ইং তারিখ হতে বর্ণিত একাডেমীতে সাদা পোশাকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদের নজরদারি বৃদ্ধি করা হয়েছে বলে প্রতীয়মান।
Leave a Reply