পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি- চট্টগ্রামের পটিয়ার হাইদগাঁওয়ে হযরত শাহ্ আকবর (ক.) এর ১৩০ তম বার্ষিক ওরশ শরীফ আজ সোমবার (৩ফেব্রæয়ারি) মহাসমারোহে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে এক প্রস্তুতি সভা গত শনিবার সন্ধ্যায় মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন শাহ্ আকবরিয়া কমপ্লেক্স পরিচালনা কমিটির সহ সভাপতি আবুল হোসেন চৌধুরী (মাখন), উপদেষ্টা কমিটির সদস্য নুরুল ইসলাম মেম্বার, শাহ আকবরিয়া দাখিল মাদ্রাসার সাধারন সম্পাদক খায়ের আহমদ, কমপ্লেক্সের অর্থ সম্পাদক মাষ্টার মোহাম্মদ আবদুল মান্নান, খাদেম কাজী ফয়েজ আহমদ শাহ্ (রাঃ) এর পূত্র কাজী শওকত ওসমান ও কাজী ফয়েজুল আকবর (রোকন), মাদ্রাসার সুপার মাওলানা ইরফানুল ইসলাম, মাদ্রাসার শিক্ষক মুজিবুর রহমান, মহিউদ্দীন জোহাদী, আবুল হোসেন, বখতিয়ার হামিদ, কুরবান আলী, মো. ছমিউদ্দীন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি তালহা রহমান ও আশরাফুল ইসলাম তৌকীর, প্রবাসী এয়াকুব নবী প্রমুখ।সভায় বক্তারা বলেন, শাহ্ আকবরিয়া কমপ্লেক্স পরিচালনা কমিটির উদ্যোগে প্রতিবছরের ন্যায় হাইদগাঁও গ্রামে হযরত আকবর শাহ্ এর বার্ষিক ওরশ উপলক্ষে ইতিমধ্যে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা এবং দরবারের খাদেম হযরত কাজী ফয়েজ আহমদ শাহ (রা:) এর দুই পুত্র কাজী শওকত ওসমান ও কাজী ফয়েজুল আকবর (রোকন) এর তত্বাবধানে এ ওরশ পরিচালনা হয়ে আসছে। ওরশে ভক্ত আশেকদের দেওয়া হাদিয়া থেকে ওরশ পরবর্তী কমপ্লেক্সের অধীনে শাহ্ আকবরিয়া দাখিল মাদ্রাসা, এতিমখানা, হেফজখানা, মোসাফেরখানা, শাহ আকবরিয়া জামে মসজিদ ও দরবার শরীফ পরিচালিত হয়। এরমধ্যে মাদ্রাসার ২০ জন শিক্ষক-কর্মচারীর বেতন ভাতা, প্রায় ১৭০ জন এতিম, অসহায় ও দুস্থ শিক্ষার্থীর জন্য তিন বেলা খাবারসহ যাবতীয় ব্যয় করা হয়ে থাকে। ওরশে সকল ভক্ত আশেককে সর্বাত্মক সহযোগীতার মাধ্যমে ওরশ সফল করার আহবান জানান বক্তারা। এদিকে ওয়ারিশগনের পক্ষ থেকে আকবর শাহ( রা:) বার্ষিক ওরশ উদযাপন করবে তারা ৩১ জানুয়ারি সংবাদ সন্মেলন করে পুলিশ সহ উর্ধতন পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
Leave a Reply