পটিয়া (চট্টগ্রাম) থেকে সেলিম চৌধুরী:-পটিয়ায় ৩৫ বছর পর শুরু হতে যাওয়া শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা ও মাঠ পরিদর্শন করেছেন নেতৃবৃন্দ। আগামী ৮ ফেব্রæয়ারী শনিবার থেকে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে শুরু হতে হচ্ছে এ টুর্ণামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন। মোহাম্মদ নগর ফুটবল একাডেমি বনাম চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়নের উদ্ধোধনী ম্যাচের মধ্য দিয়ে টুর্নামেন্টের পর্দা উঠবে। মঙ্গলবার (৪ ফেব্রæয়ারী) বিকেলে পটিয়া কলেজ গেইটস্থ বিএনপি কার্যালয়ে এ উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। প্রস্তুতি সভা শেষে মাঠ পরিদর্শন করেছেন নেতৃবৃন্দ। আগামী শনিবার বিকেল ৩টায় পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন পটিয়া উপজেলা নির্বাহী অফিসার ফারহানুর রহমান। এ উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভা টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক নাজমুল হক রিপনের সভাপতিত্বে ও সদস্য সচিব মোজাম্মেল হকের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক এনামুল হক এনাম। উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব খোরশেদ আলম, পৌরসভা বিএনপির আহবায়ক নুরুল ইসলাম সওদাগর, সদস্য সচিব গাজী আবু তাহের, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মঈনুল আলম ছোটন, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি শাহজাহান চৌধুরী, পৌরসভা বিএনপির যুগ্ন আহবায়ক তৌহিদুল আলম, জেলা জাসাস নেতা নাছির উদ্দীন, পৌরসভা যুবদলের আহবায়ক আবসার উদ্দিন সোহেল, সদস্য সচিব হাবিবুর রহমান রিপন প্রমুখ। উল্লেখ্য টুর্নামেন্টে অংশগ্রহনকারী দলগুলো হলো-বোয়ালখালী ফুটবল একাদশ, ন্যামা ফুটবল একাদশ আগ্রাবাদ, কর্ণফুলী শহীদ জিয়া স্মৃতি ফুটবল একাদশ, লোহাগড়া ফুটবল একাদশ, দোহাজারী পৌরসভা ফুটবল একাদশ ও চন্দনাইশ স্পোর্টিং ক্লাব। আগামী ১৪ ও ১৫ ফেব্রæয়ারি দুটি সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলকে ২ লাখ টাকা ও রানার্স আপ দলকে ১ লাখ টাকা প্রাইজমানিসহ প্রতিটি খেলায় ম্যান অব দা ম্যাচসহ দেওয়া হবে বিভিন্ন পুরস্কার। টুর্ণামেন্ট সুষ্ঠভাবে সম্পন্ন করার জন্য করা হয়েছে বিভিন্ন উপকমিটি। এরমধ্যে টুর্নামেন্ট পরিচালনার জন্য গঠন করা হয়েছে ৩১ সদস্য বিশিষ্ট টুর্ণামেন্ট পরিচালনা কমিটি। ১১ সদস্য বিশিষ্ট উপদেষ্ঠা কমিটি, ১১ সদস্য বিশিষ্ট অর্থ উপকমিটি, ৪১ সদস্য বিশিষ্ট যোগাযোগ উপকমিটি, ২৬০জন বিশিষ্ট শৃঙ্খলা কমিটি এবং ১১ সদস্য বিশিষ্ট সাংস্কৃতিক উপ কমিটি। ইতিমধ্যেই মাঠ প্রস্তুতিসহ সার্বিক বিষয়ে কাজগুলো খুব দ্রæতগতিতে এগিয়ে চলছে বলে জানান টুর্নামেন্ট আয়োজক কমিটির নেতৃবৃন্দ।
Leave a Reply