হৃদয় রায়হান কুষ্টিয়া জেলা প্রতিনিধি: ১ ফেব্রুয়ারি সন্ধ্যায় কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের পাশে খোকসা উপজেলার মডেল টাউন বালুমহল থেকে উদ্ধার হওয়া ভ্যানচালক আজাদ মোল্লা (৪৫) এর লাশ উদ্ধারের ৪৮ ঘন্টার মধ্যে থানা পুলিশের তথ্য প্রযুক্তির মাধ্যমে অভিযুক্ত দুই আসামী ও ভ্যানটি উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত খোকসা হেলালপুর গ্রামের আসামীরা হল মোঃ সোহাগ হোসেন (২৪) পিতা মো: ইন্তাজ হোসেন, ও মোঃ সাগর হোসেন (২৫) পিতা হাসান শেখ। খোকসা থানার অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম বুধবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন, ১ ফেব্রুয়ারি ভ্যানচালক আজাদ মোল্লার লাশ উদ্ধারের পর থেকে ক্লুলেস মামলার তদন্তের ৪৮ ঘণ্টার মধ্যে পার্শ্ববর্তী জেলা রাজবাড়ী থেকে আসামীদেরকে গ্রেফতার করা হয়। তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দীর প্রেক্ষিতে মৃত আজাদ মোল্লার ভ্যান টি কুষ্টিয়া মিরপুর থানার রাজনগর বাজার এলাকা থেকে উদ্ধার করা হয়। ঘটনার বিবরণে জানা গেছে, নিখোঁজ ২৯/০১/২০২৫ তারিখে আজাদ মোল্লা ভ্যান ছিনতাইয়ের নিমিত্তে রাতে ১২ টার দিকে গ্রেফতারকৃত আসামিরা শ্বাসরোধ করে আজাদ মোল্লাকে হত্যা করে বলে স্বীকারোক্তি দেয়। পার্শ্ববর্তী মডেল টাউনের আবাসিক প্লটের উত্তর কোনায় তাকে বালি চাপার দেওয়া হয়। তথ্য প্রযুক্তি ও মোবাইলের কল ট্র্যাকিংয়ের মাধ্যমে আসামিদেরকে গ্রেফতার করে তাদের কাছ থেকে ভ্যানটি উদ্ধার করা হয়। পরে বুধবার দুপুরে গ্রেফতারকৃত আসামিদ্বয় কে কুষ্টিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। এ ব্যাপারে অধিকতর তদন্তের স্বার্থে গোপনীয়তা রক্ষা করা হচ্ছে।
Leave a Reply