গজারিয়া প্রতিনিধিঃ মুন্সিগঞ্জে গজারিয়া উপজেলা সনাতন ধর্ম অবলম্বীদের মন্দিরের গ্রীল কেটে স্বর্ণালংকার ও নগদ অর্থ চুরির অভিযোগ পাওয়া যায়। ভবেরচর ইউনিয়নের ভবেরচর বাজার সংলগ্ন শাহপাড়া এলাকার শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরে চুরি ঘটনা ঘটে। এ বিষয়ে মন্দিরে পরিচালনা কমিটির সভাপতি কালাচা শাহ গজারিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায় সনাতন ধর্ম অবলম্বীরা জানান গতকাল শনিবার রাতে পূজা অর্চনা শেষে মন্দিরের গেটে তালা বদ্ধ করে নিজ নিজ বাড়িতে চলে যায়। রবিবার সকাল ৭ টার দিকে স্থানীয় কয়েকজন দেখে মন্দিরের লোহার গ্রিল ভাংগা এবং মন্দিরের মুর্তির গায়ে থাকা অনুমানিক ৪ ভরি ওজনের স্বর্ণের অলংকার, কৃষ্ণের হাতের স্বর্ণের প্রলেপ দেওয়া রুপার বাঁশি নুপুর সহ প্রায় ৬ ভরি রুপার গহনা এবং প্রনামীর নগদ ৫০ হাজার টাকা চুরি হয়ে গেছে। আরও জানান মানিক চক্রবর্তী (৬৫) অত্র মন্দিরে দীর্ঘ প্রায় ১২ বছর যাবত পুরোহিত হিসেবে কর্মরত আছেন। গত ৮ ফেব্রুয়ারী দুপুরে তিনি মন্দির তালা দিয়ে বাড়িতে যায়। সরজমিনে গিয়ে জানা যায় উক্ত মন্দিরে রাতে নিরাপত্তার কোন ব্যবস্থা নেই এবং সিসি ক্যামেরা ভাংগা অবস্থায় আছে। এবিষয়ে গজারিয়া থানার অফিসার্স ইনচার্জ আনোয়ার আলম আজাদ জানান থানায় অভিযোগ পেয়েছি, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি, মন্দির টি নিস্তব্ধ এলাকায় অবস্থিত। সেখানে নিরাপত্তার দায়ীত্বে কেউ ছিলো না। বিষয়টি গুরুত্বের সাথে দেখছি। ঘটনার সত্যতা উদঘাটনে একাধিক টিম কাজ করছে
Leave a Reply