সফিকুল ইসলাম রানা: চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার তালতলী বিল থেকে রহিমা বেগম (৭০) নামে এক বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করছেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল হক। বুধবার (১২ ফেব্রুয়ারী) বিকাল ৪ টায় স্থানীয় সুত্রে সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌছায় মতলব উত্তর থানা পুলিশ। তিনি উপজেলার ছেংগারচর পৌরসভার ৬নং ওয়ার্ড তালতলী গ্রামের মৃত আ. রহমান ঢালীর স্ত্রী। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, ভিকটিম প্রায় ৮/১০ বছর যাবত মানসিক রোগে ভুগতেছিল। গত ৫ ফেব্রুয়ারী সন্ধ্যার পর বৃদ্ধা মহিলা কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে যান। ভিকটিমের পরিবার এলাকায় মাইকিং সহ সোশ্যাল মিডিয়ায় ভিকটিমের সন্ধানে ব্যাপক প্রচার প্রচারণা করে। অদ্য স্থানীয় একজন কৃষক ভিকটিমের অর্ধগলিত লাশ তার নিজ বাড়ি হতে প্রায়ই ০১ কিলোমিটার দূরে তালতলি বিলে দেখে ভিকটিমের পরিবার কে সংবাদ দেয়। মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক বলেন, সংবাদ পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। তারপর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply