চট্টগ্রাম প্রতিনিধি:-চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা যুবদলের সাবেক আহ্বায়ক ও বক্সিরহাট ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুর হোসেন নুরুকে চাঁদাবাজির অভিযোগে যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার করা হয়েছ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, ১১ ফেব্রুয়ারি মঙ্গলবার বাকলিয়া থানা পুলিশসহ যৌথ বাহিনীর বিশেষ অভিযানে পুলিশের চাঁদাবাজির তালিকাভুক্ত নুর হোসেন প্রকাশ নুরকে গ্রেফতার করে। সে নতুন চাক্তাই এলাকার রফিক আহমেদের পুত্র। চাক্তাই তুলাতলী এলাকার মোহাম্মদ হিরুর স্ত্রী রেজিয়া বেগমের দায়েরকৃত বাকলিয়া থানার মামলায় গ্রেফতার দেখানো হয়। যুবদল নেতা নুর হোসেন নুরুর বিরুদ্ধে অভিযোগ রয়েছে শাহ আমানত সেতু নতুন ব্রিজ, নতুন চাক্তাই এলাকায় দীর্ঘদিন ধরে দলীয় প্রভাব বিস্তার করে ও দলের নাম ভাঙিয়ে গরীব অসহায় মানুষের জায়গা জবরদখল, চাঁদাবাজীসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে। যুবদল নেতা নুর হোসেন নুরুর বিরুদ্ধে মানুষের ঘরবাড়ি ভাঙচুর, লুটপাট, তাণ্ডবসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। যুবদল নেতা নুরুর বিষয়ে চাক্তাই এলাকার চাঁদ সুলতানা নামে এক মহিলা জানান, মোঃ নুর হোসেন নুর একজন পেশাদার চাঁদাবাজ ভূমিদস্যু, তাকে গ্রেফতার কারণে এলাকাবাসী আনন্দিত। ব্যবসায়ী মো. লোকমান, আজগর, কামাল সওদাগর, ছবুর সওদাগরসহ অনেকের অভিযোগ আওয়ামী লীগ সরকার পতন হওয়ার সাথে সাথে নুর হোসেন নুরু বেপরোয়া হয়ে উঠে। এ বিষয়ে বাকলিয়া থানার অফিসার ইনচার্জ ইখতিয়ার উদ্দীন জানান, নুর হোসেন নুরু নামের একজনকে সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে গ্রেফতার করা হয়েছে, তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। নুর হোসেন নুরুর একটি বাহিনী রয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হলে এলাকায় স্বস্তি ফিরে আসবে।
Leave a Reply