তপু রায়হান রাব্বি ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃদেশব্যাপী চলমান অপারেশন “ডেভিল হ্যান্ট” এর অভিযান পরিচালনা করে ময়মনসিংহের ফুলপুর ও তারাকান্দা উপজেলায় ১২ই ফেব্রুয়ারী বুধবার আবারো বাংলাদেশ আওয়ামী লীগের ৩ জন নেতাকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। জানা যায়, ফুলপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের উপজেলা সাবেক সভাপতি এটিএম মনিরুল হাসান টিটুকে বুধবার সন্ধ্যায় উপজেলার ভাইটকান্দি এলাকা থেকে গ্রেপ্তার করেন । গ্রেপ্তার এটিএম মনিরুল হাসান টিটু উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মৃত হেকিম সরকারের ছেলে। অপর দিকে তারাকান্দায় সাব-রেজিস্ট্রি অফিসের সাধারণ সম্পাদক কাকনী ইউনিয়ন পরিষদ সদস্য মঞ্জুরুল হককে সন্ধ্যায় সাব-রেজিস্ট্রি অফিসের সামনে চায়ের দোকান থেকে এবং গালাগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের নেতা নজরুল ইসলামকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার গালাগাঁও ইউনিয়নের ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাট্টা-ভাটপাড়া গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে নজরুল ইসলাম(৫০) এবং কাকনী ইউনিয়ন পরিষদ সদস্য তারাকান্দা সাব-রেজিস্ট্রি অফিসের সাধারণ সম্পাদক ও দলিল লেখক দাদরা গ্রামের ফজলুল হকের ছেলে মঞ্জুরুল হক(৪০)।এ বিষয়ে ফুলপুর থানার ওসি মো. আব্দুল হাদি সংবাদকর্মী তপু রায়হান কে জানান, এটিএম মনিরুল হাসান টিটুকে গ্রেপ্তার করা হয়েছে। গুরুত্বপূর্ণ তথ্য জানতে তাকে রিমান্ডে নেওয়ার জন্য আদালতে আবেদন করা হতে পারে। আপর দিকে তারাকান্দা থানার ওসি মোঃ টিপু সুলতান ও এসআই সজীব চন্দ্র দাস বলেন তাদের বিস্ফোরক দ্রব্য আইনের মামলার আসামি। উভয় থানার গ্রেফতারকৃতদের ১৩ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিজ্ঞ আদালতে পেরণ করা হয়েছে।
Leave a Reply