ওয়াহিদ মুরাদ, খুলনা ব্যুরো চীফ– বার্ষিক কর্মসম্পাদন চুক্তি(এপিএ)’র ২০২৪-২০২৫ অর্থবছরের আওতায় জনগণকে অবহিত ও উন্নয়ন কর্মকাণ্ডে জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে ঝিনাইদহ জেলা তথ্য অফিসের আয়োজনে হরিণাকুণ্ডু উপজেলাধীন চাঁদপুর ইউনিয়নের দুর্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন : সহকারি তথ্য অফিসার এস, কে ইমাম মেহেদী শাহ আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার মোহাম্মদ আব্দুর রউফ। বিশেষ অতিথি হিসিবে উপস্থিত ছিলেন মোঃ মঞ্জুর আলম, প্রধান শিক্ষক, দুর্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, হরিণাকুণ্ডু, ঝিনাইদহ। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন আমাদের সব সময় সচেতন থেকে নতুন বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তারুণ্যনির্ভর, উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন বাংলাদেশ গঠনে সকলকে একযোগে কাজ করতে হবে। প্রযুক্তিগত দক্ষতা বাড়াতে জোর দিতে হবে। এছাড়া, অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আবু সাইদ, সহকারি শিক্ষক, দুর্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, হরিণাকুণ্ডু, ঝিনাইদহ, তানিয়া তানজির, সহকারি শিক্ষক, দুর্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, হরিণাকুণ্ডু, ঝিনাইদহ এবং মোঃ নজরুল ইসলাম, সদস্য,দুর্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, হরিণাকুণ্ডু, ঝিনাইদহ। বিশেষ অতিথিবৃন্দ তাদের মূল্যবান বক্তব্য প্রদান করেন। এ নারী সমাবেশ ও মতবিনিময় সভায় দুইশতাধিক মহিলা অংশগ্রহণ করেন।
Leave a Reply