মোহাম্মদ জুবাইর, চকরিয়া প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়ায় ভাইপুতের হাতে চাচা নিহত হয়েছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারী) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বদরখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ছনুয়াপাড়া এলাকায় এই ঘটনাটি ঘটেছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নিহতের বাড়ী বদরখালী ছনুয়াপাড়া ৮নং ওয়ার্ডে, পারিবারিক বিরোধের জেরে হাসানঙ্গীরের ছেলে ফোরকান (১৭) ছুরিকাঘাত করে তার চাচা মৃত, শরিফের পুত্র মোঃ হোসাইনগীর (৩৬) কে হত্যা করে। নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, হোছাইনগীরের স্ত্রীর সাথে আপন বড় ভাই হাছানগীরের স্ত্রীর প্রতিনিয়ত ঝগড়া হয়, সেই ঝগড়ার সূত্র ধরে আপন চাচাকে ভাতিজা ফোরকান প্রকাশ কালু বদরখালী ফুলতলা ষ্টেশনে প্রকাশ্যে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে, একপর্যায়ে স্থানীয় লোকজন এগিয়ে আসলে ফোরকান প্রকাশ (কালু) পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন গুরুতর আহত হোছাইনগীর’কে হাসপাতালে নেওয়ার পথেই শেষ নিঃস্বাস ত্যাগ করেন। এই বিষয়ে চকরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুরুল কাদের ভূঁইয়া জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠিয়েছেন।
pnkdrj