নিজস্ব প্রতিনিধিঃ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ (৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ) উপলক্ষে একুশের প্রথম প্রহরে বন্দর কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বন্দরের স্বনামধন্য সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন হিলফুল ফুযুল শান্তি সংঘ। শুক্রবার (২১শে ফেব্রুয়ারী) প্রথম প্রহরে সংগঠনের নেতৃবৃন্দ প্রভাতফেরীতে অংশগ্রহন করে বন্দর কেন্দ্রীয় শহিদ মিনারে পুস্পস্তবক অর্পনের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পুস্প অর্পন শেষে সংগঠন সভাপতি মাহতাব হোসাইন জানান, “১৩৫৮ বঙ্গাব্দের ৮ ফাল্গুন (১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারী)’র ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। সেদিন ঢাকার বুকে সালাম, রফিক, জব্বার, সফিক, বরকত তাদের বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়ে রাষ্ট্র ভাষা বাংলা কে প্রতিষ্ঠিত কেরেছিল। ভাষার জন্য এইরূপ ঘঠনা বিশ্ব ইতিহাসে বিরল। ইউনেস্কো ১৯৯৯ সালের ১৭ নবেম্বর ২১ ফেব্রুয়রী (৮ ফাল্গুন) কে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষনা করেন।”তিনি আরো বলেন, “১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ কে এগিয়ে নিয়ে যেতে হলে ১৯৫২’র ভাষা আন্দোলনের চেনতা ধারন করেই বাংলাদেশ কে এগিয়ে নিয়ে যেতে হবে। ৫২’র ভাষা আন্দোলন থেকেই স্বাধীন বাংলাদেশের বীচ বপন শুরু হয়েছিল। নতুন প্রজন্মের কাছে এই দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরা সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কার্য়ক্রম পরিচালনা করতে হবে”। পুস্পাঅর্পন কালে আরো উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ রাকিবুল হাসান, সাধারন সম্পাদক মোঃ নাজির ইসলাম সিকদার, কবি, নাট্যকার ও দৈনিক বিজয় পত্রিকার সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু, দৈনিক বিজয় পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক ডি এম মাইনউদ্দীন, BHDS অপরাধ প্রতিরোধ কল্যান সংস্থার কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক মোঃ মোমেন ইসলাম সহ হিলফুল ফুযুল শান্তি সংঘের সাংগঠনিক সম্পাদক আব্দল্লা আল মামুন, অর্থ সম্পাদক মোঃ আলমগীর, সহ সম্পাদক মিঠু আবেদ, সাংগঠনিক সহ সাংগঠনিক সম্পাদক মোঃ লিটন আবেদ, মোঃ বাদশা, শাহ আলম, আল আমিন প্রমুখ।
Leave a Reply