তপু রায়হান রাব্বি ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ ময়মনসিংহের তারাকান্দায় পৃথক পৃথক স্থানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আরও দুইজন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে। নিহতরা হলেন, তাসলিমা খাতুন (৪৫) সে তারাকান্দা থানার ঢাকুয়া ইউনিয়নের লোনহালা গ্রামের জুয়েল ফকিরের স্ত্রী। অপর জন মোটর সাইকেল আরোহী রফিকুল ইসলাম (২৬) শেরপুর জেলার শ্রীবর্দি থানার কুরুয়া গ্রামের মোঃ জমর উদ্দিনের ছেলে। জানা গেছে, ময়মনসিংহ টু শেরপুরগামী মহাসড়কের তারাকান্দা থানাধীন সদর ইউনিয়নের পাকা রাস্তার উপর এ দুটি দুর্ঘটনায় ঘটে। ময়মনসিংহ থেকে আসা একটি বালু ভর্তি ড্রাম ট্রাক ২১শে ফেব্রুয়ারি শুক্রবার দুপুর ২টায় তারাকান্দা বাসস্ট্যান্ড সংলগ্ন স্থানে ব্যাটারী চালিত অটোরিকশা গাড়িতে ধাক্কা দিলে অটোতে থাকা যাত্রী মোছাঃ তাসলিমা খাতুন মাথা ঘুরে রাস্তার মধ্যে পড়ে যায় পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বালু ভর্তির ড্রাম ট্রাক পিছন দিক থেকে তাকে চাপা দিয়ে রাস্তার মধ্যে ফেলে দেয় এবং মাথাপৃষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। সে তারাকান্দা থানাধীন মাসকান্দা এলাকায় বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। অপর দিকে, মোটর সাইকেল আরোহী মোঃ রফিকুল ইসলাম সহ আরো দুইজন ময়মনসিংহ থেকে শ্রীবরদী নিজ বাড়িতে যাওয়ার সময় তারাকান্দার জামান ফিলিং স্টেশন সংলগ্ন বড়তলা নামক স্থানে ২০শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় অজ্ঞাতনামা একটি বাস এবং ট্রাকের ওভারটেকিং করার সময় মোটরসাইকেল আরোহীকে চাপা দিয়ে রাস্তার মধ্যে ফেলে দেয়। ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে মোটর সাইকেল চালক রফিকুল ঘটনাস্থলেই নাক, কান, মুখ দিয়ে রক্ত এসে মৃত বরন করেন। তাহার সাথে থাকা অজ্ঞাতনামা আরও দুজনকে সিএনজি যুগে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টিপু সুলতান সংবাদকর্মী তপু রায়হান রাব্বিকে জানান, পৃথক দুটি ঘটনায় দু’জন মারা যায়। এছাড়াও মোটরসাইকেলে থাকা আরও দু’জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। নিহতাদের লাশ আইনগত ব্যবস্থা গ্রহণ করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পলাতক অজ্ঞাতনামা ঘাতক গাড়ি ও চালকদের গ্রেফতারের চেষ্টা চলছে।
Leave a Reply