মাটি মামুন রংপুর: ২৩ ফেব্রুয়ারি ২০২৫ রবিবার দুপুরে অপারেশন ডেভিল হান্টে রংপুর সিটির ২৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক হারুনুর রশিদ হারুন ওরফে কানা হারুনকে গ্রেফতার করেন যৌথ বাহিনী। এ সময় তার বসত বাড়ি থেকে দেশীয় অস্ত্র দুটি ছুরি একটি চাইনিজ কুড়াল উদ্ধার করে। পরে যৌথ বাহিনী তাজহাট মেট্রোপলিটন থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। তার নামে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন পরবর্তী হওয়া একাধিক মামলা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেন তাজহাট মেট্রোপলিটন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি শাহ্ আলম। দুপুর আড়াইটার দিকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছে থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন গ্রেফতার হারুন অর রশীদ ওরফে কানা হারুন রংপুর মহানগর যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন এবং সাবেক ছাত্রলীগ নেতা। তিনি আওয়ামী ইউনিয়ন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক পদেও ছিলেন।
Leave a Reply