খুলনা প্রতিনিধি: বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ,খুলনা মেট্রোপলিটন কার্যালয়ের উদ্যোগে আজ খাদ্য ব্যবসায়ীদের নিরাপদ খাদ্য বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।প্রায় ৬০ টা প্রতিষ্ঠান থেকে প্রতিষ্ঠানের মালিক/ম্যানেজার আজকের প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।খুলনা জেলা নিরাপদ খাদ্য অফিসার জনাব মো: মোখলেছুর রহমান ব্যবসায়ীদের প্রশিক্ষণ প্রদান করেন।সরকারি দৌলতপুর মুহসিন মাধ্যমিক বিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ কর্মসূচি উদ্বোধন করেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব শহীদুল ইসলাম জোয়ার্দার।খুলনা সিটি কর্পোরেশনের ফুড এন্ড স্যানিটারি ইন্সপেক্টর এবং খুলনা সিটি কর্পোরেশন এরিয়ায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিরাপদ খাদ্য পরিদর্শক আমি শেখ মেহেদি হাসান বুলবুল উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করি।বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ,খুলনা জেলা ও মেট্রোপলিটন কার্যালয়ের অন্যান্য স্টাফগণ সহযোগিতা প্রদান করেন। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এর সাথে খাদ্য ব্যবসায়ীদের আজকের আলোচনা ও প্রশিক্ষন কর্মসূচী অত্যন্ত আন্তরিক ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়। জনস্বার্থে উক্ত কর্মসূচি অব্যাহত থাকবে।
Leave a Reply