পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে পটিয়ার পৌর সদর প্রাণ কেন্দ্রে বাসস্টেশন বৈলতলী সড়ক এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮ টি দোকান পুড়ে গিয়ে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সোমবার (৩ মার্চ) ভোরের দিকে ওই অগ্নিকাণ্ডের ঘটনার সুত্রপাত ঘটে বলে স্হানীয় সুত্রে জানা যায়। এ বিষয়ে পটিয়া ফায়ার সার্ভিসের ডিউটি কর্মকর্তা মোহাম্মদ নাজমুল জানান, খবর পেয়ে দ্রুত পটিয়া ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনা স্থলে পৌঁছে। কিন্তু প্রায় অধ কিলোমিটার দূরে একটি পুকুর থেকে পানি নিয়ে আগুন নেভানোর চেষ্টা চলছে। কিন্তু এর আগেই ৮ টি দোকান পুড়ে যায়। এছাড়া আগুন নিভাতে গিয়ে পানি স্বল্পতার কারণে বেশ বেগ পেতে হয় । আগুনে পুড়ে যাওয়া দোকানের মধ্যে ৫ টি ফার্নিচার দোকান, ১টি ওয়ার্কশপ ও ১টি মিল সহ ৮টি দোকান পুড়ে যায়। দু”ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে বৈদ্যুতিক শটশাকিট থেকে আগুনের সুত্রপাত ঘটে। এবং সব মিলিয়ে আগুনে এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।
Leave a Reply