মার্শাদুল ইভেন, পঞ্চগড়: হাইকোর্টের আদেশে পঞ্চগড় জেলা প্রশাসন কতৃক ইট ভাটা বন্ধ করে দেওয়ার প্রতিবাদ এবং পরিবেশ উপদেস্টা সৈয়দা রিজওয়ানা হাসানের পদত্যাগের দাবীতে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ করেছে ইটভাটার মালিক শ্রমিকরা। মঙ্গলবার দুপুরে জেলার বোদা দেবীগঞ্জ উপজেলার ৫৪টি ভাটার মালিক এবং শ্রমিকরা যৌথভাবে এই কর্মসূচি পালন করেন। দুপুর একটার দিকে ইট ভাটা শ্রমিকরা পঞ্চগড় সুগার মিল মাঠে জড়ো হয়। পরে সেখান থেকে মিছিল নিয়ে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্য্যালয়ের সামনে বিক্ষোভ করেন তারা। সেখানে ভাটা মালিকরা বিক্ষোভে যোগ দেয়। এ সময় বিক্ষোভ সমাবেশে বিএনপি’র পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, ভাটা মালিক সভাপতির সভাপতি সফিউল্লাহ সুফি, সাধারন সম্পাদক শাহিন , ইট ভাটা শ্রমিক নেতা অনন্ত হাবিব রবিউল বক্তব্য দেন। বক্তারা পরিবেশ উপদেস্টার পদত্যাগ দাবী করে বলেন ইট ভাটার কারনে পরিবেশের কোন ক্ষতি হচ্ছেনা। বরং হাজার হাজার শ্রমিক এই ভাটাগুলোতে কাজ করে জীবিকা নির্বাহ করছে। সরকার আমাদের কাছ থেকে ট্যাক্স ভ্যাট নিচ্ছে অথচ বার বার হয়রানী করছে। ২০১৩ সালে ফ্যসিস্ট সরকার ইট ভাটা প্রস্তত আইন এমন ভাবে করেছেন । সেই আইন মেনে ভাটায় ইট তৈরি সম্ভব নয়। সরকার একদিকে ভাটার অনুমোদন দিচ্ছেন অন্যদিকে প্রশাসনের মাধ্যমে মালিকদের হয়রানী করছেন। এজন্য অবিলম্বের হাইকোর্টের আদেশে ভাটা বন্ধ করে দেওয়ার কার্যক্রম থেকে সরে আসতে জেলা প্রশাসকের প্রতি আহ্বান জানায় বক্তরা। অন্যথায় শ্রমিক মালিক যৌথভাবে দূর্বার আন্দোলনের ঘোষনা দেন। পরে তারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্বারকলিপি প্রদান করেন।
Leave a Reply