আলমগীর শরীফ, ঝালকাঠি প্রতিনিধি:-ঝালকাঠি জেলাধীন রাজাপুর উপজেলার পালট গ্রামের বড়বাড়ি নিবাসী মরহুম আব্দুল করিম হাওলাদারের পুত্র মোঃ জাফর ইকবাল ও মোঃ গোলাম ফারুক ২০২৫ সালের সপ্তম রোজা শনিবারে পবিত্র রমজান উপলক্ষে স্বজন ও প্রতিবেশীদের মধ্যে ইফতার সামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় পণ্য উপহার হিসেবে ঘরে ঘরে গিয়ে বিতরণ করেন। এতে স্বজন ও প্রতিবেশীদের মধ্যে আন্তরিকতার উন্নতিসহ খেটে-খাওয়া মধ্যভিত্ত মানুষের চরম উপকার হয় বলে সকলেই খুশি। উল্লেখ থাকে যে, দেশের প্রথম শ্রেনীর বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান স্ট্যামফোর্ট বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা মোঃ জাফর ইকবাল ও তাঁর-ই আপন মেজভাই বিশিষ্ট ব্যবসায়ী গোলাম ফারুক এলাকার মানুষদের কাছে অতি প্রিয় এবং সতচরিত্রের অধিকারী। এলাকার মানুষের সাথে আনন্দ ও সুখ-দুঃখ্য ভাগাভাগি করে নেওয়াই তাদের চিরাচরিত নিয়ম। এই নিয়ম অব্যাহত রেখে বাস্তবায়ন করার জন্য সকলে তাঁদের মঙ্গল কামনা করেন।
Leave a Reply