মোহাম্মদ জুবাইর, চকরিয়া প্রতিনিধি : কক্সবাজারের চকরিয়া বরইতলী ইউনিয়নের ডেইংগাকাটা এলাকায় ছাত্রনেতা রাকিবুল ইসলামের নেতৃত্বে ও এলাকাবাসীর সহযোগিতায় পবিত্র রমজানের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) সন্ধ্যায় ডেইংগাকাটা কৃষ্ণকাটা জামে মসজিদে এই আয়োজন সম্পন্ন হয়। এতে সভাপতিত্ব করেন, বরইতলী ইউনিয়ন ছাত্রদলের নেতা রাকিবুল ইসলাম। প্রদান বক্তা হিসেবে আলোচনা পেশ করেন মাওলানা রহিম উল্লাহ সাহেব, মুহাদ্দিস পাহাড়তলী মাদ্রাসা হারবাং, বিশেষ বক্তার আলোচনা রাখেন, মাওলানা সাখাওয়াত উল্লাহ মিজান, খতিব মধ্যম ডেইংগাকাটা কেন্দ্রীয় জামে মসজিদ এবং মাওলানা মাহবুবুল আলম কৃষ্ণকাটা কেন্দ্রীয় জামে মসজিদ। প্রতি বছরের ন্যায় চতুর্থ বারের মতো প্রায় ২০০ রোজাদারদের নিয়ে এই সুন্দর আয়োজন সম্পন্ন করতে সার্বিক সহযোগিতায় ছিলেন আশেকুর রহমান, সাদেকুর রহমান, মোঃ কাইছার, কপিল উদ্দিন, মোঃ সাজিদ প্রমুখ। আয়োজকেরা স্রষ্টার সন্তুষ্টি আদায়ের জন্য প্রতি বছর যেন আরো বৃহৎ পরিসরে আয়োজন করতে পারে তাই সকলের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেন। ইফতার ও দোয়া মাহফিলে হাফেজ ছাত্রদের অংশগ্রহণের পাশাপাশি সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।
Leave a Reply