শেখ সাইফুল ইসলাম কবির বিশেষ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় ওবিভিন্ন কর্মসূচির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিলো শহীদ স্মৃতিস্হম্ভে পুস্পমাল্য অর্পন, আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তেলন, কুচকাওয়াজ, মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা, চিত্রাংকন প্রতিযোগিতা রচনা প্রতিযোগীতা, দোয়া মোনাজাত ও আলোচনা সভা। বুধবার ২৬ মার্চ প্রতুষ্যে ৩১বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভ সূচনা করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, উপজেলার ৯০ রাশি বাস স্ট্যান্ড সংলগ্ন শহীদ স্মৃতিস্তম্ভে উপজেলা প্রশাসন, বিএনপি, মুক্তিযোদ্ধা কমান্ড, পুলিশ, আনসার, পৌরসভা,স্বাস্থ্য বিভাগ, সরকারি এস,এম, কলেজ, পল্লীবিদ্যুৎ, বিভিন্ন সরকারী ও বে-সরকারী শিক্ষা প্রতিষ্ঠান, প্রেসক্লাব সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন পুস্তবক অর্পণ করেছে। সকাল ৮টার দিকে পবিত্র কোরআন তেলাওয়াত শেষে উপজেলা পরিষদ মাঠে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে মাঠ পরিদর্শন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,পুলিশ আনসার এর কুচকাওয়াজ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা প্রকৌশলী মো আরিফুল ইসলাম এর পরিচালনায় উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল্লাহএর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সোনা ক্যাম্প ইনচার্জ ক্যাপ্টেন সাদমান,বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন হাওলাদার, রুহুল আমিন ফকির,শাহ আলম হাওলাদার,শাহ আলম বাবুল,আব্দুল গাফফার হাওলাদার,সেলিম হোসেন,গিয়াস উদ্দিন তালুকদার,নিহার রঞ্জন হালদার,কেন্দ্রীয় কমিটি তাঁতি দলের সাবেক যুগ্ন আহবায় জেলা বিএনপির সদস্য কাজী মনিরুজ্জামান মনির,সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ বদরুদ্দোজা,থানা ওসি (তদন্ত) রাজীব আল বশির, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল জাবির,উপজেলা প্রতিবন্ধী কর্মকর্তা কায়কোবাদ আকুঞ্জি, সমাজসেবা কর্মকর্তা গৌতম কুমার বিশ্বাস প্রমূখ।
Leave a Reply