পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: সাম্প্রতিক সময়ে চট্টগ্রামের পটিয়াতে খামার ও গৃহস্থের গরু ও গৃহপালিত পশু চুরি বৃদ্ধি পাওয়ার ঘটনায় প্রতিকার ও করণীয় নিয়ে খামারীদের সাথে মতবিনিময় সভা করেছে পটিয়া থানা পুলিশ। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে পটিয়া থানা চত্বরে গরু চুরি প্রতিরোধ ও আইন শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে পটিয়া উপজেলা ডেইরী এসোসিয়েশনের সাথে পটিয়া থানা পুলিশ এই মতবিনিময় সভার আয়োজন করে। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন,পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম, পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মুহাম্মদ নাজমুন নুর, পটিয়া উপজেলা ডেইরী এসোসিয়েশনের সভাপতি মুহাম্মদ রাসেল, সাধারণ সম্পাদক কফিল উদ্দিন। সভায় দেড় শতাধিক খামারী উপস্থিত ছিলেন। এসময় খামারীরা নানা দাবিদাওয়া তুলে ধরেন। চুরি প্রতিরোধে রাতের বেলায় পুলিশের টহল টিম বৃদ্ধি করতে অনুরোধ করেন। উপজেলার গুরুত্বপূর্ণ সড়কে চেকপোস্ট বসানোসহ চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কের প্রবেশপথগুলোতে নজরদারি বাড়ানোর দাবি তোলা হয়। এছাড়া চুরি কমাতে কিশোরগ্যাংসহ এলাকার চিহ্নিত বখাটে ও মাদক বিক্রেতাদের গ্রেপ্তারের দাবি তোলেন খামারীরা। বক্তব্যে পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম বলেন, গরুসহ যেকোনো চুরি প্রতিরোধে পুলিশ সদস্যরা পূর্বের তুলনায় আন্তরিকভাবে কাজ করছে। এখন থেকে রাতে পুলিশের টহল টিম বৃদ্ধি করা হবে। তিনি বলেন, পটিয়াতে ছোটবড় প্রায় আড়াই শতাধিক খামার রয়েছে। আপনারা যারা খামারী আছেন, তারা নিজেরা একতা গড়ে তুলে একটু সচেতন হোন। সবাই নিজনিজ খামারে সিসিটিভি ক্যামেরা স্থাপন করুন। আমাদের তথ্য দিয়ে সহযোগীতা করুন। অপরাধী শনাক্তে সিসিটিভি ক্যামেরা বড় ভূমিকা রাখবে। পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মুহাম্মদ নাজমুন নুর খামারীদের উদ্দেশ্যে বলেন, আপনারা সন্দেহজনক কিছু দেখলে সাথে সাথে আমাদের জানাবেন। অপরাধী চক্রকে ধরতে পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা থাকবে। ওসি বলেন, এলাকার মাদককারবারী, কিশোরগ্যাং রোধে সুনির্দিষ্ট তথ্য দেবেন। যেকোনো প্রয়োজনে জনগনের জন্য ২৪ ঘন্টা থানার দরজা খোলা, যেকোনো দরকারে সরাসরি আমার কাছে আসবেন। আমার নাম্বারে ফোন করবেন। অন্যান্যদের মাঝে এসময় উপস্থিত ছিলেন খামারী আমিনুল ইসলাম, রিদোয়ানুল, ইব্রাহিম,বাবুল, মাওলানা শফি, মনির আহমদ, ফারহানা ইসলাম, রবিন দাশ, কুতুব প্রমুখ।
Leave a Reply