মোঃ হারুন অর রশিদ কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জ কটিয়াদীতে ৪নং ওয়ার্ড পৌর বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর) বিকাল ৩টার দিকে কটিয়াদী পৌর সদরের চড়িয়াকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৪নং ওয়ার্ড পৌর বিএনপির সভাপতি গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রবি মিয়ার সসঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর আশরাফুল হক দাদন। কর্মী সমাবেশের উদ্ধোধন করেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সদস্য ও কটিয়াদী পৌর বিএনপির সাবেক আহবায়ক গোলাম ফারুক চাষী। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সজল, উপজেলা যুব দলের সাবেক আহ্বায়ক শফিকুর রহমান বাদল,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইলিয়াস আলী, পৌর বিএনপির সহ সভাপতি নূরুল ইসলাম মন্টু,কটিয়াদী উপজেলা যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম সেতু, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজী,মীর মোহাম্মদ মোশাররফ হোসেন মাসুদ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম রতন ও মোঃ ফারুক মিয়া, কিশোরগঞ্জ জেলা ছাত্র দলের সহ সভাপতি মোঃ মুশফিকুর রহমান উবায়দুল,উপজেলা যুব দলের আহ্বায়ক তশরিফুল হাছিব প্রমুখ। এসময় বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে এক হয়ে কাজ করার আহ্বান জানান।
Leave a Reply