দিঘলিয়া প্রতিনিধি: খুলনার দিঘলিয়ার কোলা বাজার (কেটলা) বণিক সমিতির উদ্দ্যেগে ফিলিস্তিনের গাজা দখলদার ইজরায়েলি বাহিনীর বর্বর ও নৃশংশ হামলা ও গণহত্যার প্রতিবাদে ১১ এপ্রিল (শুক্রবার) বিকাল সাড়ে ৫ টায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কোলা বাজার (কেটলা) বণিক সমিতির উদ্যোগে কোলা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের, গাজীরহাট ইউনিয়নও মধুপুর ইউনিয়ন এর সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিতিতে কোলা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে পাটগাতী ও কোলা বাজার হয়ে কেটলা প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কোলা বাজার চত্বরে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়। বিক্ষোভ মিছিল পরবর্তীতে কোলা বাজার চত্তরে ,দিঘলিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোল্যা বেলাল হোসেন, মোল্যাডাঙ্গা আজিজুল উলুম শাহনুরিয়া মাদ্রাসা মুহতামিম জনাব হযরত মাওলানা আব্দুল কাদের সাহেব, নয়াবারাসাত কাশেফুল উলুম মাদ্রাসার মোহতামি,মধুপুর ইউনিয়ন বিএনপি ও তেরখাদা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এ্যাডঃ শহিদুল ইসলাম, কোলা বাজার (কেটলা) বণিক সমিতির সভাপতি মোঃ জহিরুল আলম, সাধারন সম্পাদক ইমদাদুল শেখ,কোসাধক্ষ্য ও দিঘলিয়া প্রেসক্লাবের সহ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, কোলা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা নাজমুল ইসলাম,ইমাম মোঃ এনামুল হক ও গাজীরহাট ইউনিয়ন ও মধুপুর ইউনিয়নের অনেক মসজিদের ঈমাম খতিব ও মোয়াজ্জেমগন সহ উপস্থিত অনেকেই সমাবেশে বক্তব্য রাখেন। বক্তারা বলেন ইসরাইলের সকল পন্য বর্জন করা হলো।এমনকি ইসরাইল দেশকে বাংলাদেশের জন্য নিষিদ্ধ করার আহব্বান করেন। ফিলিস্থিন বাসী যাতে এই যুদ্ধ ও নির্যাতন থেকে মুক্তি পেতে পারে তার জন্য ডঃ ইউনুস সাহেবকে ভুমিকা রাখারও অনুরোধ করেন উপস্থিত বিক্ষবকারীরা। সর্বশেষ মোল্যাডাঙ্গা আজিজুল উলুম শাহনুরিয়া মাদ্রাসা মুহতামিম জনাব হযরত মাওলানা আব্দুল কাদের সাহেব মোনাজাতের মাধ্যমে উক্ত সমাবেশ সমাপ্ত ঘোষনা করেন।
Leave a Reply