জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধিঃ খাগড়াছড়ির মাটিরাঙ্গায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে খাগড়াছড়ি বধির উন্নয়ন সংস্থার নতুন কার্যালয়। মঙ্গলবার (২২এপ্রিল) দুপুরে মাটিরাঙ্গার পুরাতন কোর্ট বিল্ডিংয়ে এক অনাড়ম্বর আয়োজনে প্রধান অতিথি হিসেবে এই কার্যালয়ের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম। জেলা বধির উন্নয়ন সংস্থার সম্পাদক সম্পাদক আশিকুর রহমান রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজল, খাগড়াছড়ি বধির উন্নয়ন সংস্থার সহ-সভাপতি মো. আব্দুর রব, মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি মো. জসিম উদ্দিন জয়নাল, সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, মাটিরাঙ্গা বাজার ব্যাবসায়ী পরিচালনা কমিটির সভাপতি জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক মো. ছায়েম উদ্দিন খোন্দকার মুকুট প্রমুখ বক্তব্য দেন।সমাজের মূলধারায় বধির জনগোষ্ঠীকে সম্পৃক্ত করতে হলে তাদের জন্য সুযোগ তৈরি ও সচেতনতা বাড়ানো প্রয়োজন জানিয়ে উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম বলেন, এই কার্যালয় খাগড়াছড়ি জেলার শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়ন, অধিকার প্রতিষ্ঠা ও সেবাদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উপজেলা প্রশাসন থেকে বাক প্রতিবন্ধীদের দক্ষতা উন্নয়ন, অধিকার সচেতনতা ও প্রয়োজনীয় সেবা প্রদান নিশ্চিত করা হবে বলে তিনি জানান। উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সংস্থাটির সদস্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply