
ফেনী প্রতিনিধিঃ ছাগলনাইয়া উপজেলাধীন মহামায়া ইউনিয়নের চাঁদগাজী বটতলী বাজার পরিচালনা কমিটির নির্বাচন (২০২৪) অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়েছে। শনিবার ছাগলনাইয়ায় বটতলী বাজারে (২৩ নভেম্বর) সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক পদে ৪ জন লড়াই করে ৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন হালিম পাটোয়ারী শাহীন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি আনোয়ার হোসেন ফরাজি পেয়েছে ৮৯ ভোট, শরীফ পাটোয়ারী পেয়েছেন ৭২ ভোট, মোহাম্মদ জুয়েল ২৩ ভোট। সহ সভাপতি পদে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করেন এতে মোহাম্মদ ইদ্রিস ১৩০ ভোট পেয়ে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী ঈমাম হোসেন পেয়েছেন ৯৯ ভোট। আরিফ হোসেন পেয়েছেন ৪৯ ভোট। কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ২ জন এতে মোহাম্মদ হানিফ ২০৮ ভোট পেয়ে কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী কাজী কামাল উদ্দিন পেয়েছেন ৬৮ ভোট। নির্বাচনে কিসাইজিং অফিসার অফিসারের দায়িত্বে ছিলেন চাঁদগাজী স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক নাজিম উদ্দীন, তিনি নির্বাচনে ফলাফল ঘোষণা করেন। স্থানীয় মহামায়া ইউনিয়ন বিএনপির আহবায়ক, বাজার কমিটির বিশিষ্ট ব্যবসায়ী ফজলুল করিম লিটন জানান, দীর্ঘ ১৭ বছর পর ব্যবসায়ীদের মাঝে নির্বাচনী আমেজ ফিরে এসেছে। তারা তাদের নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করে তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করেছে। পরস্পরিক সহমর্মিতার মাধ্যমে একটি উৎসবমুখর পরিবেশে নির্বাচন করার জন্য বিজয়ী ও পরাজিত সকল প্রার্থীকে তিনি ধন্যবাদ জানান। ছাগলনাইয়া উপজেলা জামায়াতের শুরা সদস্য মাওলানা মুন্সি জহির উদ্দিন বলেন, দীর্ঘ ১৭ বছর পর এলাকাবাসী একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন দেখলো। সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদক মুক্ত একটি সুন্দর আধুনিক বাজার ব্যবস্থাপনা গড়ে তুলতে বিজয়ী প্রার্থীদের সহযোগিতা করার জন্য এলাকাবাসীর প্রতি আহবান জানান।
Leave a Reply