সফিকুল ইসলাম রানা চাঁদপুর ব্যুরো: মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়ন এর মুদাফর গ্রামে এলাকাবাসীর উদ্যোগে কবরবাসীর মাগফেরাত কামনায় ওয়াজ ও দোয়ার মাহফিল কেন্দ্রীয় কবরস্থান ময়দানে আয়োজন করে। গত বুধবার (২৭ নবেম্বর) আছর বাদ কেন্দ্রীয় কবরস্থান ময়দানে এলাকাবাসীর উদ্যোগে কবর বাসীর মাগফিরাত কামনায় ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজন করে। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মুফতি আব্দুল বাতেন কাসেমী, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ ক্বারী মাওলানা শুয়াইব আহমেদ আশ্রাফি,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মুফতি আব্দুল মোমিন মুরাদাবাদী,মাহফিলের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মুদাফরের ইমাম ও আলেমগন। প্রধান অতিথি তার আলোচনায় বলেন কিছু মুর্খ লোকেরা বলে আলেমদের আবার কিসের রাজনীতি, তারা মানুষ মারা গেলে খতম আর মিলাদ পরবে এটাই শুধু আলেমদের কাজ, প্রধান অতিথি বলেন আলেমরা সরাসরি রাসুল (স) এর কাজ থেকে রাজনীতি শিখেছেন কারন ওনাকে আল্লাহ রাস্ট্র ক্ষমতায় বসিয়েছিলেন,সুলাইমান আ: তো পৃথিবীর বাদশা বানিয়ে ছিলেন আরো অন্নান্য নবী রাসুলগন রাস্ট্র নায়ক আল্লাহ বানিয়ে ছিলেন। তাই আলেমরা রাসুল (স)থেকে পাওয়া রাজনীতি করবে এটা তাদের অধিকার। এ সময় এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লিগণ উপস্থিত ছিলেন। মাহফিলে মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে তাবারক বিতরণ করা হয়।
t16apo
k02asc