কটিয়াদী ( কিশোরগঞ্জ)প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রাণ কেন্দ্র পরিচিত পৌর সদর মেইন রোড মোড় পৌর ভবনের পূর্ব পাশে অবস্হিত ” জম জম রেস্টুরেন্ট” শুভ উদ্ধোবধন উপলক্ষে ৬ডিসেম্বর শুক্রবার বিকালে দোকানে কোরআন তেলোয়াতের মাধ্যমে শুভ উদ্বোধন করা হয়। এই হোটেলটি পরিচালনায় থাকবেন তিন বন্ধু মনির, পাভেল,কামরুল। এই হোটেলের খাবার মাঝে হাঁসের গোস্ত,দেশী মুরগীর,কবতুরের গোস্ত, ভাত,মাছ,বিরিয়ানী সহ উন্নত মানের খাবার পাওয়া যাবে এবং অর্ডার সর্বকারী প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হবে বলে তিন বন্ধু গনমাধ্যমকে জানান। দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন কামারকোনা ১নং জামে মসজিদের খতিব মুফতি মোঃ হেলাল উদ্দিন। এসময় উপস্হিত ছিলেন কামারকোনা জামে মসজিদের সভাপতি হাজী মোঃ ইউনুছ আলী, কটিয়াদী প্রবাহ সম্পাদক,কটিয়াদী সাংবাদিক ফোরাম সভাপতি মোঃ নজরুল ইসলাম, কটিয়াদী পৌরসভার সাবেক কাউন্সিলর, উপজেলা শিল্পকলা একাডেমির সাধারন সম্পাদক আরিফুল হাসান উজ্জল, দৈনিক ভোরের চেতনা কটিয়াদী উপজেলা প্রতিনিধি মোঃ হারুন অর রশিদ, ফালু প্রধান প্রমুখ।
l1p0rj