মো. ইসমাইলুল করিম নিজস্ব প্রতিবেদক: “অর্থনৈতিক শুমারিতে তথ্য দিন, নতুন বাংলাদেশ বিনির্মাণে অংশ নিন”এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পার্বত্য জেলার বান্দরবানের লামায় ফাইতং-আজিজনগর ইউনিয়নো অর্থনৈতিক শুমারি-২০২৪ এর মূল শুমারির তথ্য সংগ্রহকারী এবং সুপারভাইজারগণের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে চাম্বি উচ্চ বিদ্যালয় ও কলেজ একাডেমিক নিজ তলায় এ কার্যক্রমের উদ্বোধন করেন উক্ত প্রতিষ্ঠানে অধ্যক্ষ। বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন। বান্দরবান জেলা পরিসংখ্যান ও উপপরিচালক মো. শাহাজাহান, বান্দরবান জেলা শুমারি সমন্বয়কারী ২ রিমন রুদ্র,উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ও সমন্বয়কারী মোহাম্মদ সাইফুল ইসলাম, এসময় লামা আজিজনগর জোনাল অফিসার মো. শাহজালাল প্রশিক্ষক, আইটি মোহাম্মদ ইলিয়াস, বিদ্যালয় শিক্ষক’সহ ফাইতং-আজিজনগর দুই ইউনিয়ন এলাকার ৯+৯টি ১৮টি ওয়ার্ডের সকল তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজাররা প্রশিক্ষণ গ্রহণ করেন। উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ও সমন্বয়কারী মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ০৪দিনব্যাপী শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ কার্যক্রম শুরু। প্রতিদিন সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত তাদের প্রশিক্ষণ দেওয়া হবে। পরে আগামী ১০ ডিসেম্বর থেকে পূর্ণাঙ্গ শুমারির কাজ শুরু এবং আগামী ২৬ ডিসেম্বর শেষ হবে। এই ১৫ দিনের মধ্যে প্রতিজন গণনাকারী’কে ১৫০ টি করে অর্থনৈতিক কর্মকাণ্ড খানার প্রতিষ্ঠান+ প্রাতিষ্ঠানিক কৃষি খামার তথ্য সংগ্রহ করতে হবে। এ’কার্যক্রম সারাদেশে একযোগে অনুষ্ঠিত হয়েছে। উপজেলাবাসীর সঠিক তথ্য সংগ্রহের লক্ষে ১৩৭ জন তথ্য সংগ্রহকারী ও ২৬ জন সুপারভাইজারকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
Leave a Reply