পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি::-পটিয়ায় সুদের টাকার জন্য মো. আরমান নামের এক ব্যবসায়ীকে ডেকে নিয়ে মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এসময় তাকে ফাঁসাতে নাটক সাজিয়ে পরিকল্পতিভাবে একটি সিসিটিভির ভিডিও ফুটেজ ব্যবহার করা হচ্ছে দাবি করেছেন ওই ব্যবসায়ী। পটিয়ার শান্তির হাট মীর সুপার মার্কেটের নিচ তলার কাপড় ব্যবসায়ী মো. আরমান জানান, কাশিয়াইশ নয়াহাট বাজারের ব্যবসায়ী আল মদিনা হার্ডওয়্যার দোকানের মালিক আলী আব্বাস আমার দুর সম্পর্কের চাচা হয়। সম্পর্কের সুবাদে মীর সুপার মার্কেটে একটি কাপড়ের দোকান দেওয়ার জন্য আমি আব্বাস থেকে সাড়ে তিন লক্ষ টাকা চাইলে তিনি ওই টাকার বিনিময়ে মাসিক ৭ হাজার টাকা সুদ হারে আমাকে সাড়ে তিন লক্ষ টাকা দেন। আমি প্রতিমাসে ৭ হাজার টাকা করে দিয়ে ২ বছর ৩ মাসে প্রায় দুই লক্ষ টাকা সুদ পরিশোধ করেছি। পরে সুদের সংখ্যা বাড়াতে চাইলে তার আসল টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়ে বিগত ১১ নভেম্বর মুল টাকার আসল ২ লক্ষ টাকা পরিশোধ করি। বাকী টাকা আগামী ঈদের পরের দিন দিয়ে দিব বললে সে ক্ষিপ্ত হয়ে আমাকে তার দোকানে ডেকে নিয়ে মারধর করে। এক পর্যায়ে আমার এলাকার লোকজনকে খবর দিলে লোকজন আমাকে আহত অবস্থায় সেখান থেকে উদ্ধার করে। এদিকে এ ঘটনাকে ভিন্নখাতে রুপ দিতে আলী আব্বাস সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে আমার বিরুদ্ধে দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চের গত ১ ডিসেম্বর শেষ পৃষ্ঠায় “পটিয়ায় কিশোর গ্যাং দিয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাতের চেষ্টা” ও একই তারিখে দৈনিক পূর্বকোণের শেষ পৃষ্ঠায় “পটিয়ায় কিশোর গ্যাং দিয়ে ব্যবসয়ীকে অপহরণের চেষ্টা” শীর্ষক সংবাদ পরিবেশন করেছে। মূলত আমি কিশোর গ্যাং দিয়ে আলী আব্বাসকে অপহরণের চেষ্টা কিংবা ছুরিকাঘাতের চেষ্টা করিনি। যা সম্পুর্ণ মিথ্যা, বানোয়াট ও ভুয়া। আমি এ সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
Leave a Reply