মো. ইসমাইলুল করিম ব্যুরো প্রধান বান্দরবান: পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে চুরির মামলায় মালামাল উদ্ধার অভিযান থানা পুলিশ একটি দেশীয় এক নলা গাদা বন্দুকসহ এক নারীকে গ্রেফতার করেছে। এর আগে ৫ জানুয়ারি বিকালে সেখানকার একটি রাবার বাগানের সামারসিবল মোটর চুরির ঘটনায় লামা থানায় অভিযোগ হয়। সোমবার ০(৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় লামা থানার পুলিশ সাংবাদিকদের’কে একটি প্রেস রিলিজ দেন। তাতে ঘটনার বিবরণ উল্লেখ: করে গত ০৫ জানুয়ারী জনৈক রিমন্ত রোয়াজা (৩৭), কেয়ারটেকার, ফাল্গুনী লেটেক্স রাবার বাগান, কুমারমার ঝিরি (জলপাইতলী) ০৫নং ওয়ার্ড, ০৩নং ফাঁসিয়াখালী ইউনিয়ন এর রাবার বাগানের অফিস রুমের পার্শ্বে ঝিরি থেকে এক্সপার্ট সাবমারসিবল পাম্প, কন্ট্রোল বক্সসহ অন্যান্য মালামাল চুরি হয়েছে মর্মে, লামা থানাকে সংবাদ প্রদান করেন। লামা থানা অফিসার ইনচার্জ বিষয়টি পুলিশ সুপার বান্দরবান পার্বত্য জেলাকে অবহিত করলে, দ্রুত সময়ের মধ্যে আসামী গ্রেফতার ও চোরাই মালামাল উদ্ধারের জন্য প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেন। তৎক্ষনাৎ কুমারি পুলিশ ফাঁড়ির এসআই জামিল আহমদ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করে, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনার সাথে জড়িত সন্দেহে আসামী নূরুল আমিন(৩৫) এর বাড়িতে অভিযান চালায়। ওই সময় আসামী নুরুল আমিন পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। আসামীর ঘরে তার স্ত্রী বেবি আকতার (৩৫) কে সাথে নিয়ে পুলিশ তাদের বসত ঘর তল্লাশী করে চুরি হওয়া সাবমারসিবল পাম্প, কন্ট্রোল বক্সাসহ অন্যান্য মালামাল জব্দ করে। একই সময় বেবি আক্তার এর দেখানো মতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে তাদের বসত ঘর তল্লাশি করে তাকে গ্রেফতার করা হয়। তল্লাশীর একপর্যায়ে গ্রেফতারকৃত আসামীর দেখামতে তাদের বসত ঘর হতে একটি একনলা বন্দুক উদ্ধার করা হয়। চুরির ঘটনায় বেবি আকতার (৩৫), স্বামী নূরুল আমিন, ও নুরুল আমিন (৩৫), পিতা আবুল হাশেমসহ অজ্ঞাতনামা কয়েক জনের বিরুদ্ধে লামা থানায় মামলা হয়। মামলা নং-৩২/২০২৫ ধারা-৩৭৯/৪১১- পেনাল কোড রুজু করা হয়। অস্ত্র উদ্ধারের বিষয়ে এস আই জামিল আহমেদ বাদী হয়ে একই আসামীদের বিরুদ্ধে আরেকটি মামলা করেন। মামলা নং-০৩/২০২৫ ধারা-The Arms Act [INTS, 19A রুজু করা হয়। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন ও ঘটনার সাথে জড়িত পলাতক এবং অজ্ঞাতনামা আসামীদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে জানান। এ সময় ভারচুয়াল আলাপে বান্দরবান পুলিশ সুপার শহিদুল্যাহ মোঃ কাউছার বলেন, পুলিশ জনগনের জানমালের নিরাপত্তায় সর্বদা সজাগ রয়েছে। প্রেস রিলিজ অনুষ্ঠানে সহকারী পুলিশ সুপার লামা সার্কেল মো. আনোয়ার হোসেন ও ওসি মো. শাহদাত হোসেন উপস্থিত ছিলেন।
Leave a Reply