সায়মন সরওয়ার কায়েম ঈদগাঁও: কক্সবাজার উত্তর বনবিভাগের ফুলছড়ি রেঞ্জের এসিএফ শীতল পালের নির্দেশনায় ফুলছড়ি রেঞ্জে কর্মরত সহকারী বন সংরক্ষক (এসিএফ) মোঃ রাশিক আহসান নেতৃত্বে ফুলছিড়ি বিট অফিসার ফজলুল কাদের চৌধুরী টিমের অভিযানে ৪৬টুকরা=২৪১ ঘনফুট গর্জন গোল কাঠসহ পরিবহনে নিয়োজিত ১ ডাম্পার আটক করা হয়েছে । সূত্রে জানা যায়, ৫ জানুয়ারি রবিবার ভোর ৬ টায় কক্সবাজার চট্টগ্রাম মহাসড়ক দিয়ে যাওয়ার সময় গোপন সংবাদ ভিত্তিতে খবর পেয়ে নতুন অফিস বাজারে অবস্থান নেয় বন বিভাগের সকল স্টাফগন গাড়ীটি কে থামানোর সেষ্টা কালে অবৈধ গাছ বহন কারী পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে একদল বনকর্মীর সহযোগিতায় গর্জন গোল কাঠ সহ ১টি ডাম্পার জব্দ করা হয়েছে । ট্রাক-ভর্তি এই কাঠগুলো উদ্ধার করে ফুলছড়ি রেঞ্জ কার্যালয়ে হেফাজতে নিয়ে আসা হয় এসময় সাইদুর রহমান নামেক এক ব্যক্তিকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। আটক ব্যক্তি হলেন রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের আশকরখীল এলাকার মোঃ ইউনুস’র ছেলে সাইদুর রহমান। যার মামলা নং ১৯-/৪৯ফুল বি ফুল মামলার বিষয়টি নিশ্চিত করেন ফুলছড়ি বিট কর্মকর্তা ফজলুর কাদের চৌধুরী। (এসিএফ) মোঃ রাশিক আহসান বলেন কাঠ পাচার রোধে প্রাত্যহিক অভিযান অব্যাহত থাকবে।কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ মারুফ হোসেন বলেন, বনবিভাগ বনভূমি জবরদখল, অবৈধ কাঠ পাচার এবং পাহাড় কাটার বিরুদ্ধে সজাগ ও সতর্ক রয়েছেন। নিয়মিত অভিযানের অংশ হিসেবে ফুলছড়ি রেঞ্জ অভিযান পরিচালনা করে ২৪১ ঘনফুট গর্জন গোল কাঠ উদ্বারপূর্বক পরিবহনকালে নিয়োজিত ডাম্পার গাড়ি আটক করে। সংশ্লিষ্ট আসামী এবং জড়িতদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে।সরকারি সম্পদ রক্ষার্থে বন বিভাগ সজাগ রয়েছে বন বিভাগ কে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য অনুরোধ জানালেন।
Leave a Reply