মোহাম্মদ জুবাইর, চকরিয়া প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়ায় বদরখালী ব্রীজের নিচে প্যারাবনে ১৫ বছর বয়সী এক তরুণীকে ধর্ষণের ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করেছে চকরিয়া থানা পুলিশ। সোমবার (৬ জানুয়ারি) সকাল ১০টা থেকে মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ৮টা পর্যন্ত অভিযান পরিচালনা করে মাছের প্রজেক্ট থেকে এই তিন জন কে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- বদরখালী ইউনিয়ননের ৮ নম্বর ওয়ার্ড কলেজপাড়ার মো. কাজল, একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড ঢেমুশিয়া পাড়ার মো. শাহজাহান এবং ৩ নম্বর ওয়ার্ড টুটিয়াখালী পাড়ার মো. বশির। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভুঁইয়া বলেন, ইতিমধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পর্যায়ক্রমে এ ঘটনায় জড়িত সকলকে শীঘ্রই গ্রেপ্তার করতে সক্ষম হবে বলে আস্বস্ত করেন। এর আগে, গত রবিবার (৫ জানুয়ারি) রাতে বাঁশখালী বোনের বাড়ি থেকে মহেশখালী নিজ বাড়িতে যাওয়ার পথে গাড়ি নষ্ট হয়েছে বলে বদরখালী সেতুর ওপর অটোরিকশা চালক তাকে নামিয়ে দেন। এরপর কিশোরী পায়ে হেঁটে সেতু পার হচ্ছিল। এ সময় সেতুর পূর্ব অংশে দুইজন যুবক তাকে গতিরোধ করে। পরে আরেকজন যুবক এসে অস্ত্রের ভয় দেখিয়ে তার মুখ চেপে ধরে বেড়িবাঁধের প্যারাবনের ভেতরে নিয়ে যায়। সেখানে চার থেকে আটজন যুবক মিলে তাকে সংঘবদ্ধ ধর্ষণ করে ফেলে রেখে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বদরখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান।
Leave a Reply