মোঃ নাসির উদ্দিন, স্টাফ রিপোর্টার, পটুয়াখালীঃ পটুয়াখালীর গলাচিপায় গণ উন্নয়ন সোসাইটি দারিদ্র বিমোচন জনকল্যান প্রকল্পের আওতায় সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে উপজেলার সুবিধাবঞ্চিত ও পক্ষাঘাতগ্রস্থ মানুষদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। রবিবার (১২ জানুয়ারি) উপজেলার গোলখালী ইউনিয়নের রূপসংকর পূর্ব গোলখালী ৫ নম্বর ওয়ার্ডের আ. ছালাম তালুকদার বাড়িতে বসে আরবিআরএমএফ এর বাস্তবায়নে এ হুইল চেয়ার বিতরণ করা হয়। “দারিদ্র বিমোচন আমাদের লক্ষ্য”-এই শ্লোগানকে সামনে রেখে আরবিআরএমএফ গণ উন্নয়ন সোসাইটি দারিদ্র বিমোচন জনকল্যান প্রকল্প বাস্তবায়ন করে আসছে। এরই ধারাবাহিকতায় আ. ছালাম তালুকদারের পুত্র হাসান তালুকদার (৩৫) এবং মো. মজিবর ফকিরের পুত্র মো. জুয়েল ফকির (৩৬) কে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ করা হয়। এ সময় আ. ছালাম তালুকদার বলেন, আরবিআরএমএফ এর কর্মকর্তারা আমার প্রতিবন্ধী ছেলেকে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ করায় আমার ছেলে এখন চেয়ারে চলাচল করতে পারবে। এতে ওর মন ভালো লাগবে। আগে ও ঘরেই বসে থাকত। এ বিষয়ে মো. মজিবর ফকির বলেন, আরবিআরএমএফ একটি ভালো উদ্যোগ গ্রহণ করেছে। তারা আমার শারীরিক ও বাকপ্রতিবন্ধী ছেলেকে হুইল চেয়ার দেয়ায় আমরা আনন্দিত। আমরা তাদের জন্য দোয়া করি। এ বিষয়ে আরবিআরএমএফ এর আঞ্চলিক প্রকল্প পরিচালক (দক্ষিন) ও গোলখালী ইউনিয়নের শ্রমিক দলের যুগ্ম আহবায়ক মো. রাশেদুল ইসলাম প্যাদা বলেন, আরবিআরএমএফ এর পক্ষ থেকে আমি এই হুইল চেয়ার দিতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। বিতরণকৃত হুইল চেয়ার সুবিধাবঞ্চিত ও শারীরিকভাবে অক্ষম মানুষের দৈনন্দিন চলাফেরা ও কর্মকান্ডে গতির সঞ্চার করবে, সমৃদ্ধি আনবে অর্থনৈতিক জীবনে এবং সর্বোপরি তাদের পরিবারের মুখে হাসি ফোটাবে। এ সময় উপস্থিত ছিলেন আরবিআরএমএফ এর আঞ্চলিক প্রকল্প পরিচালক মো. হাসিবুর রহমান হাসিব, অডিট অফিসার মো. আছানুর হাওলাদার, মাঠকর্মী মোসা. লামিয়া আক্তার, ছাত্রদলের নেতা মো. ইমরান, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংবাদকর্মীরা।
Leave a Reply