ওয়াহিদ মুরাদ, খুলনা ব্যুরো চীফ–ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ১৭ ফেব্রুয়ারী সোমবার খুলনা মহানগরীর দৌলতপুর বাজার বনিক সমিতির ত্রিবার্ষিক (রেজিঃ নং-২৫১০) সাধারণ নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এতে ঘোড়া প্রতীক নিয়ে শেখ আসলাম হোসেন সভাপতি এবং মটর সাইকেল মার্কার প্রার্থী মো: নান্নু মোড়ল সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন। সকাল ৮টা থেকে বিরতিহীন ভাবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগহণ চলে। মোট ২ হাজার ৫১৫ জন ভোটারের মধ্যে ২ হাজার ৩৬১ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ১৭ টি পদে প্রার্থী ছিলেন ৪০ জন। দৌলতপুর বাজার বণিক সমিতির এ নির্বাচনে সভাপতি পদে শেখ আসলাম হোসেন ভোট পেয়েছেন ১ হাজার ১৮৩ এবং তার নিকটতম প্রার্থী মো: কামাল হোসেন পেয়েছেন ১ হাজার ২০ ভোট। অপরদিকে সাধারণ সম্পাদক পদে মো: নান্নু মোড়ল ভোট পেয়েছেন ৮৯৩ এবং তার নিকটতম প্রার্থী এম এম জসিম আনারস প্রতিকে পেয়েছেন ৭২৩ ভোট। উল্লেখ্য ১১টি পদের প্রায় সকল প্রার্থীদের উপস্থিতিতে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। দৌলতপুর বাজার বণিক সমিতির নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীরা বলেন, গত ৩ ফেব্রুয়ারি কিছু অনাকাকাঙ্খিত ঘটনা ও ছবি যুক্ত আইডি কার্ড নিয়ে সমস্যা সৃষ্টি হওয়ার কারণে নির্বাচন স্থগিত ঘোষণা করেন নির্বাচন কমিশন। পরে পুনরায় ১৭ ফেব্রুয়ারি নির্ধারিত তারিখ ঘোষণা করার পর পুলিশ ও যৌথবাহিনীসহ প্রশাসনের সকল পর্যায়ে নিরাপত্তা নিশ্চত এর মাধ্যমে (সোমবার) সকাল ৮টা থেকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ভাবে আনন্দমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়। ২ হাজার ৫১৫ ভোটের ভিতর ২ হাজার ৩৬১ জন ভোট দিয়েছেন। ৯৪% শতাংশ ভোট পড়েছে। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান শেখ মুশারফ হোসেন বলেন, সকল ধরনের নিরাপত্তা নিশ্চিত করে আইন শৃঙ্খলা ও যৌথ বাহিনীর উপস্থিতিতে ভোট গননা করা হয়।
Leave a Reply