তপু রায়হান রাব্বি ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলপুরে অটোরিক্সা ছিনতাইকারী আনোয়ারকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় উপজেলার পয়ারী ইউনিয়নের সুতিয়া পয়ারী ডোবারপাড় গ্রামের ভিকটিম অটোরিক্সা চালক নাহিদ হাসান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। গ্রেফতারকৃত আসামী আনোয়ার ওরফে আনারুল মুন্সি(২৭) একই ইউনিয়নের বালিকান্দা গ্রামেন মৃত ইয়াকুব আলী ওরফে এক্কু ছেলে। ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল হাদি সংবাদকর্মী তপু রায়হান রাব্বিকে জানান, গত ২৪শে নভেম্বর রোজ রবিবার দুপুরে অটোরিক্সা চালক নাহিদকে গুরুতর জখম করে ধানক্ষেতে ফেলে অটোরিক্সাটি ছিনতাই করে নিয়ে চলে যায়। যাহার মূল্য ১ লাখ ৭০ হাজার টাকা । পরে উক্ত ঘটনায় অভিযোগের প্রেক্ষিতে ফুলপুর থানার মামলা নং-২১(১১)২০২৪ খ্রিঃ ধারা-৩৯৪ পেনাল কোড রুজু হয়। পরে ২৭শে নভেম্বর রোজ বুধবার দিবাগত রাতে ময়মনসিংহের পাগলা থানা এলাকা তার আত্মীয়র বাড়ি থেকে আসামী আনোয়ার ওরফে আনারুল মুন্সিকে গ্রেফতার এবং অটোরিক্সাটি উদ্ধার করে থানায় আনা হয়। পরে বুধবার দুপুরে ময়মনসিংহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
Leave a Reply