হৃদয় রায়হান কুষ্টিয়া জেলা প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুরে বাসের ধাক্কায় শুভ ইসলাম (৩২) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন। শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে কুষ্টিয়া-পাবনা মহাসড়কের মিরপুর উপজেলার তালবাড়িয়া হাইস্কুলের সামনে এ ঘটনা ঘটে। নিহত শুভ ইসলাম নাটোর সদর উপজেলার চৌধুরীবাড়ি এলাকার হোসেন আলীর ছেলে। আহত ব্যক্তির নাম মোস্তফা। তিনি একই এলাকার বাসিন্দা। স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার দুপুর ১২টায় কুষ্টিয়াগামী একটি মোটরসাইকেলকে পাবনা অভিমুখী একটি বাস ধাক্কা দিলে মোটরসাইকেল চালক ঘটনা স্থলেই মারা যায় এবং মোটরসাইকেল আরোহী আহত অবস্থায় গ্রাম্য ডাক্তারের কাছে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম বলেন, বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ উপস্থিত হয়ে আইনগত কার্যক্রম সম্পন্ন করেছে। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে।
Leave a Reply