ঈদগাঁও প্রতিনিধি: বৃহত্তর ঈদগাঁও জনকল্যাণ পরিষদ ও পাঠাগারে উদ্যোগে দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। গতকাল সকালে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠানে আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঈদগাঁও উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা ছৈয়দ নুর হেলালী। সংগঠনের সভাপতি সেলিম উল্লাহ ওয়াহেদীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মাওলানা ফাজেল ইবনে শরীফ, সহ-সভাপতি ডাক্তার আলহাজ্ব আমির সোলতান, সাংগঠনিক সম্পাদক মেম্বার মঞ্জুর আলম, কোষাধ্যক্ষ আলহাজ্ব শফিউল আলম, সহ-সাংগঠনিক সম্পাদক সাবেক মেম্বার মোহাম্মদ আলম ও সদস্য মাওলানা ছৈয়দুল হক। সংগঠনের সাধারণ সম্পাদক নুরুল হুদার সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন আবু তাহের খান, হাফেজ দিদারুল ইসলাম ও শ্রমিক নেতা তৈয়ব উদ্দিন। অনুষ্ঠানে অংশ নেন হাজী সেলিম, মাওলানা ফজলুল হক, কামরুল হাসান বায়েজিদ, মাস্টার মনির আহমদ, মাস্টার ফরিদুল আলম, মোঃ ফেরদাউস, নুর মোহাম্মদ, ব্যাংকার ছৈয়দুল হক, মোঃ ইকবাল, ছরুয়ার কামাল, নুরুল আজিম, সৈয়দ হোসেন, দেলোয়ার হোসেন, সৈয়দ করিম, আয়াছুর রহমান, ছাবের আহমদ, শফিউল আলম, মিনহাজ উদ্দিন বিন গিয়াস, আবুল শামা, আলহাজ্ব মোস্তাক আহমদ, মোহাম্মদ আলম, মোস্তফা কামাল প্রমুখ।আপ্যায়ন পর্বে উপস্থিত ছিলেন ঈদগাঁও উপজেলা জামায়াত আমীর মাওলানা ছলিম উল্লাহ জিহাদী, কক্সবাজার সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট সলিম উল্লাহ বাহাদুর,সংগঠনের নির্বাহী কমিটির সদস্য মুফিজুর রহমান মুফিজ, মাওলানা শামসুল আলমসহ অনেকে। এতে সংগঠনের সদস্য ছাবের আহমদ সওদাগরের মেয়ে ও হাফেজ দিদারুল ইসলামের পুত্র সদ্য ঘোষিত মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফলে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হওয়ায় তাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করা হয়। বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকে এ সংগঠনটি মানবকল্যাণ ও জনসেবা মূলক নানান কর্মকাণ্ডের সাথে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। সংগঠনের অসুস্থ ও বিপদগ্রস্ত সদস্যদের আর্থিক সহায়তা, স্থানীয় বিভিন্ন ব্যক্তি ও সংগঠনকে অনুদান সহ জনসেবামূলক কাজ করে আসছে। বিগত সরকারের আমলে কঠিন পরিস্থিতিতেও এ সংগঠনের সদস্যরা কখনো সংগঠন বিমুখ হয়নি। তাদের ইস্পাত কঠিন দৃঢ় মনোবলের কারণে সংগঠনটি তার মহৎ কর্মধারা এখনো অব্যাহত রেখেছে। ভবিষ্যতে সংগঠন কর্তৃক সামাজিক কর্মকান্ড ও জনকল্যাণমূলক কার্যক্রমে আরও গতিশীলভাবে এগিয়ে নেয়া হবে বলে জানান।
Leave a Reply