স্টাফ রিপোর্টারঃ গতকাল শনিবার (০১ ফেব্রুয়ারী) সকালে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের ষড়যন্ত্রের প্রতিবাদে বন্দর থানা যুবদলের পথ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত। উক্ত সভায় বক্তব্য রাখেন বন্দর থানা যুবদলের সভাপতি মোঃ আমির হোসেন।এসময় তিনি বলেন,ফ্যাসিস্ট শেখ হাসিনা শুধু পালিয়ে যায়নি এদেশকে ধ্বংস করে পালিয়ে গেছে। কিন্তু এতেই ক্ষ্যান্ত হয়নি তার দোসরদের দিয়ে ষড়যন্ত্রে লিপ্ত আছে। আমরা বন্দর থানা যুবদল থেমে থাকবো না,যারাই ষড়যন্ত্র করছে তাদেরকে ভিডিও ফুটেজ দেখে বাড়ি থেকে ধরে এনে পুলিশে সোপর্দ করবো। বন্দর থানা যুবদল কখনো আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্র লীগকে রাজপথে দেখতে চায়না। আপনাদের নেত্রী আপনাদের ছেড়ে চলে গেছে, আপনারা রাজপথে এসে বিপদে পইরেন না।আপনারা পূর্বে যা করেছেন আমরা ভুলি নাই। আমাদেরকে বহু নির্যাতন করেছেন। আমরা এদেশের মাটিতে আওয়ামী লীগ ও তার দোসরদের দাঁড়াতে দিবো না। সভা শেষে বিক্ষোভ মিছিল করেন বন্দরের ছালেহনগর থেকে শহীদ মিনার পর্যন্ত।এতে বক্তব্য এবং মিছিলে অংশগ্রহণ করেন বন্দর থানা যুবদলের যুগ্ন সম্পাদক নুর আলম খন্দকার, বন্দর থানা যুবদলের সহ সম্পাদক ও ১৯ ওয়ার্ড সভাপতি আলী নওশাদ তুষার, বন্দর থানা সহ সভাপতি ও ২৩ নং ওয়ার্ড যুব দল সভাপতি বিল্লাল হোসেন, মোজাম্মেল হক বন্দর উপজেলা বিএনপি’র প্রচার সম্পাদক, সেলিম খন্দকার বন্দর ইউনিয়ন সাধারণ সম্পাদক যুবদল, মোহাম্মদ মাহবুব সাধারণ সম্পাদক ২০ নং ওয়ার্ড যুবদল, এমারত ২১ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক যুবদল, মোঃ জনি খন্দকার যুগ্ন সাধারন সম্পাদক বন্দর উপজেলা যুবদল, আসাবউদ্দিন বন্দর উপজেলা যুবদল, দ্বীন ইসলাম বন্দর থানা যুবদল নেতা, মোঃ মনির ২৫নং ওয়ার্ড যুবদল সাংগঠনিক সম্পাদক, কামরুল যুবদল নেতা, মহিউদ্দিন যুবদল নেতা, আক্তার হোসেন বন্দর থানা যুবদল নেতা, জোবায়ের চৌধুরী যুবদল নেতা ২১ নং ওয়ার্ড, সেলিম যুবদল নেতা সহ আরও বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply