মোঃ জাহেদুল ইসলাম রতন, লালমনিরহাটের: শিবরাম আদর্শ পাবলিক স্কুলে অনুষ্ঠিত হয়েছে যেমন খুশি তেমন ছবি অংকন প্রতিযোগীতা। ওয়ালটন প্লাজার আয়োজনে স্কুলের অর্ধশতাধিক শিক্ষার্থীদের নিয়ে এ প্রতিযোগীতা শেষে বিদ্যালয় মাঠে বৃক্ষ রোপণ করা হয়। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে বিদ্যালয়ের সভাপতি আমিনুর ইসলামের সভাপতিত্বে প্রধান শিক্ষক আঞ্জুমানারা লতার উপস্থিতিতে পৃথক তিনটি বিভাগে প্রাণ, প্রকৃতি ও গ্রাম বাংলার দৃশ্যসহ যেমন খুশি তেমন ছবি অংকন করেন শিক্ষার্থীরা৷ পরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন ওয়ালটন প্লাজার রিজিওনাল ক্রেডিট ম্যানেজার আরাফাত হোসেন, লালমনিরহাট মিশনমোড় ম্যানেজার মো. সুজায়েত হোসেন ও কুড়িগ্রাম ম্যানেজার রশিদুল ইসলাম। বিজয়ী শিক্ষার্থী ছাড়াও চিত্রাঙ্কনে অংশগ্রহণকারী সকলকে দেয়া হয় সান্ত্বনামুলক পুরস্কার। ওই সময় বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও পরিচালক রাশেদুল ইসলাম রাশেদসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
Leave a Reply