মোঃ আবু কাওছার মিঠু রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভূলতা সেলাই মেশিন নামক একটি মেশিনারিজ পার্টসের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে দোকানে থাকা আড়ি মেশিনের পার্টস, সিকুয়েন্স মেশিনের পার্টস, ডিজিটাল মেশিনের পার্টস, সেলাই মেশিন, প্লেন মেশিন, পিকুডিং মেশিন ও সিল পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান দোকানের মালিক অপু ভূইয়া। সোমবার (৩-ফেব্রুয়ারী) সন্ধায় গাউছিয়া এলাকার তাতঁবাজার মার্কেটের নিচ তলায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। দোকান মালিক ও প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধা ৭ টার দিকে দোকানে হঠাৎ আগুন লেগে যায়। পরে আগুন পাশের আরো দুইটি দোকানে ছড়িয়ে পরলে আশপাশের দোকানদারা আগুন নেভাতে চেষ্টা করে। এক ঘন্টা চেষ্টা চালিয়ে দোকানদাররা আগুন নেভাতে সক্ষম হয়। কিন্তু ততক্ষনে ভূলতা সেলাই মেশিন নামক দোকানে থাকা সকল মেশিনারিজ ও পার্টস পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে কাঞ্চন ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌছায়। কাঞ্চন ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর মাহফুজুর রহমান জানান, আগুনের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি, পৌছানোর আগেই মার্কেটের দোকানদার ও আশপাশের লোকজন আগুন নিভিয়ে ফেলে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে হতাহতের কোন ঘটনা ঘটেনি।
Leave a Reply