যশোর জেলা প্রতিনিধি: যশোরের অভয়নগরে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে দুটি বিদেশী পিস্তল, দুটি ম্যাগজিন, ৭ রাউন্ড তাজা গুলি সহ চার জনকে আটক করেছে। এসময় তাদের কাছ থেকে ৬ টি মোবাইল ফোন ও জব্দ করা হয়। ১৬ ডিসেম্বর(সোমবার) বিকালে নওয়াপাড়া পৌরসভার ৪ নং ওয়ার্ড থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, নওয়াপাড়া মডেল কলেজ এলাকার মৃত বারিক শেখের ছেলে তরিক শেখ (৩৮), নওয়াপাড়া গরুহাটা এলাকার মৃত শাহাজান খন্দকারের ছেলে মিজানুর রহমান ওরফে মিজা (৩৫), নর্থ বেঙ্গল এলাকার গোলাম মাওলার ছেলে মতিয়ার রহমান ওরফে মতি (৫৮) ও ধোপাদী গ্রামের মোজাফফর সরদারের ছেলে ফিরোজ আহমেদ(৩২) অভয়নগর থানার ওসি ইমাদুল করিম আটকের বিষয় নিশ্চিত করে জানান, এ ঘটনায় তাদের বিরুদ্ধে অভয়নগর থানায় মামলা রুজু করা হয়েছে।
Leave a Reply