ওয়াহিদ মুরাদ, খুলনা ব্যুরো চীফ–খুলনা পুলিশ লাইন্স মাঠে ৪ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ বিকালে মেট্রো পুলিশ লাইন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ কমিশনার বলেন, আমরা সবাই জানি যে, ক্রীড়া ও সংস্কৃতি সুষ্ঠু বিনোদনের মাধ্যম। একটি সুন্দর সমাজ, দেশ তথা জাতি গঠনে ক্রীড়া ও সংস্কৃতি সহায়ক ভূমিকা পালন করে। ক্রীড়া চর্চা সীমিত হয়ে যাওয়ায় বর্তমান সময়ে আমাদের সন্তানেরা কিশোর গ্যাং, মাদক, ইভটিজিং এর মতো ভয়াবহ অপরাধের সাথে জাড়িয়ে পড়ছে। এজন্য আমাদের সন্তানরা কোথায় যায়, কার সাথে মেশে এগুলো খেয়াল রাখা অভিভাবক হিসেবে নৈতিক দায়িত্ব। প্রযুক্তি নির্ভর বিশ্বায়নে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, যাতে বাচ্চারা খারাপ কনটেন্ট এর দিকে না ঝুঁকে পড়ে। তিনি উপস্থিত শিশু-কিশোরদের উদ্দ্যেশে বলেন তোমরা বাবা-মার কথা শুনবে, শিক্ষকদের কথা শুনতে হবে। বড়দেরকে শ্রদ্ধা এবং সম্মান করবে। তিনি ছাত্র-ছাত্রীদের নিয়মিত খেলাধুলার মাধ্যমে শরীর চর্চা করার জন্য উৎসাহ প্রদান করেন এবং সবার উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন। এসময় স্কুলের শিক্ষক, ছাত্র-ছাত্রী এবং অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply