পটিয়া, (চট্টগ্রাম) থেকে সেলিম চৌধুরী:-চট্টগ্রাম মহানগর ছাএদলের সাবেক সভাপতি গাজী সিরাজ উল্লাহ আগামী একসপ্তাহের মধ্যে ফুলকলি ফ্যাক্টরি বন্ধ করে দেওয়ার হুশিয়ারী উচ্চারণ করেছেন, তিনি বলেন ফুলকলি ফ্যাক্টরির দুষিত পানি খালে পড়ে পরিবেশ দুষন ও এলাকার হাজার একর কৃষি জমির চাষাবাদ ব্যাহত হচ্ছে, কৃষি স্কুলের শিক্ষক শিক্ষার্থী ও মহাসড়ক দিয়ে হাজার হাজার পথচারীদের দুর্গন্ধ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। ফুলকলি কারখানার বিষাক্ত বর্জ্য খালে পড়ে নানান রোগ ছড়াচ্ছে। তিনি আগামী এক সপ্তাহের মধ্যে ফুলকলি ফ্যাক্টরি বন্ধ করার দাবি জানান, অন্যতাই এলাকাবাসী কৃষক ও শিক্ষার্থীদের বৃহত্তর স্বার্থে কঠোর কর্মসূচি দেওয়ার হুশিয়ারী উচ্চারণ করেন। তিনি ( ৮ এপ্রিল মঙ্গলবার) সাড়ে ১১টার সময় কৃষি স্কুল এন্ড কলেজ শিক্ষক শিক্ষার্থী ও এলাকার উন্নয়ন সংগ্রাম পরিষদের উদ্যােগে ফুলকলি ফ্যাক্টরির সামনে মহাসড়কে মানববন্ধন প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। এসময় কৃষি স্কুল সংলগ্ন ফুলকলি ফ্যাক্টরির সামনে মহাসড়ক ৩০ মিনিটের জন্য বন্ধ হয়ে যায়। এতে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। উক্ত মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন কৃষি স্কুল এন্ড কলেজে প্রধান শিক্ষক মোহাম্মদ ইসমাইল। পটিয়া উপজেলা শ্রমিকদল নেতা জহির উদ্দিন মুহাম্মদ তসলিম ও নগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক সাইফুদ্দিন সাব্বিরের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন, দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জিল্লুর রহমান, বিশেষ অতিথি ছিলেন, পটিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক কলিমূল্লাহ চোধুরী, ধলঘাট ইউনিয়ন বিএনপির সভাপতি সোলায়মান বাদল, জঙ্গলখাইন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি শওকত আলী, স্কুল পরিচালনা কমিটির সদস্য নুরুল আলম মামুন,জাহাঙ্গীর মেম্বার, নুরুল হক মেম্বার, আয়ুব, মুহাম্মদ রহিমুল্লা , খোকন শাহ, ফরিদ, জাহাঙ্গীর, আব্দুল গফুর,বদি, শুক্কুর, আনোয়ার হোসেন,ফাহিম,তানজিদ উদ্দিন, নুরুল আবছার, জিয়াউল হকসহ এলাকাবাসী স্কুলের শিক্ষক, হাজার হাজার শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচিতে অংশ গ্রহণ করে।
Leave a Reply