বন্দর প্রতিনিধি: বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরনে স্মরন সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় বন্দর থানার সোনাকান্দাস্থ বাংলাদেশ নৌবাহিনী ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস উচ্চ বিদ্যালয়ের আয়োজনে উল্লেখিত শিক্ষা প্রতিষ্ঠানে এ স্মরন সভা অনুষ্ঠিত হয়। স্মরন সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কমান্ডার মোহাম্মদ মোস্তফা কামাল। নির্বাহী সদস্য বাংলাদেশ নৌবাহিনী ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস উচ্চ বিদ্যালয় ও ডিজিএম (এডমিন) ডিইডব্লিউ লি: নারায়ণগঞ্জ। স্মরন সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌবাহিনী ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী, সহকারি প্রধান শিক্ষিকা মোছাঃ শাহিনা পারভীন,বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আমান উল্যাহ আমান, মোঃ আলী আকরাম তারেক ও রোমানা ইসলাম রাত্রী প্রমুখ।
Leave a Reply