তপু রায়হান রাব্বি ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ চট্টগ্রাম জজ আদালতে সন্ত্রাসী গোষ্ঠী ইসকন কর্তৃক আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করার প্রতিবাদে ইসকনকে নিষিদ্ধের দাবিতে ময়মনসিংহের হালুয়াঘাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। হালুয়াঘাটের ছাত্র জনতার উদ্যোগে ২৭শে নভেম্বর বুধবার বিকালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত। জানা গেছে, হিন্দু মুসলিম ভাই ভাই, সন্ত্রাসী দের ঠাই নাই এই স্লোগানকে সামনে রেখে হালুয়াঘাট উপজেলায় ছাত্র সমন্বয়ক নাসিম হাসান, ইয়াছিন আরাফাত রাব্বি, আবু রায়হানের ধারা আদর্শ ডিগ্রী কলেজ অনার্স তৃতীয় বর্ষ এবং নাহিদ হাসান আনন্দমোহন কলেজ তৃতীয় বর্ষ এদের নেতৃত্বে ছাত্র জনতার একটি বিশাল বিক্ষোভ মিছিল পৌরসভার কেন্দ্রীয় শহীদ মিনার হতে মেন রোড দিয়ে মধ্যবাজার সাব রেজিস্টার অফিসের সামনে অবস্থিত স্মৃতিসৌধে এসে বক্তব্যের মাধ্যমে শেষ হয়। এ সময় পেশাগত দায়িত্ব পালনকালে উগ্রবাদী সংগঠন ইসকানের সন্ত্রাসীরা নির্মমভাবে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করায় অত্র ছাত্র-জনতা ইসকনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগানদেন। চট্টগ্রামের পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, সাইফুল ইসলাম আলিফ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার জালাল উদ্দিনের ছেলে। তিনি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে কর্মরত ছিলেন। হাসপাতাল সূত্র জানিয়েছে, সাইফুলের শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাত ছিল। উল্লেখ্য, সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেফতারের পর তার জামিন নামঞ্জুর হওয়াকে কেন্দ্র করে চট্টগ্রামের আদালত এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়েন তার অনুসারীরা। আইনশৃঙ্খলা বাহিনী ও আইনজীবীদের সঙ্গে সংঘর্ষ চলাকালে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করা হয়।
Leave a Reply