মোহাম্মদ জুবাইর, চকরিয়া প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ফরিদুল আলমের অবসর জনিত উপলক্ষে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল ১১ ঘটিকায় বরইতলী উচ্চ বিদ্যালয়ের উন্মুক্ত মঞ্চে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরইতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আবছার, ম্যানেজিং কমিটির সদস্য সহ আরো অনেকে। অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক ফরিদুল আলম এ বিদ্যালয়ে দীর্ঘ ৩৬ বছর শিক্ষকতা করেছেন। তার বিদায়ী মুহূর্তে উপস্থিত থেকে অত্র বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারকসহ বিভিন্ন উপহার প্রদানের মাধ্যমে অনুষ্ঠান শেষ করেন।
Leave a Reply