হৃদয় রায়হান কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও লুট করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের আলীনগর গ্রামের মৃত আব্দুল করিম প্রধানের ছেলে বিল্লাল হোসেনের বাড়িতে এ হামলা ও লুটের ঘটনা ঘটে। হামলার ঘটনায় বিল্লাল হোসেন বাদী হয়ে দৌলতপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ সূত্রে জানাগেছে, আলীনগর গ্রামে বিল্লাল হোসেন ও একই এলাকার শওকত মন্ডলের মধ্যে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে শওকত আলী ও তার লোকজন ক্ষিপ্ত হয়ে বিল্লাল হোসেনের বাড়িতে হামলা চালায়। এ সময় বিল্লাল হোসেন বাধা দিলে তাকে ও তার বড় বোন সুফিয়া খাতুনকে বেধড়ক মারপিট করে আহত করে। পরে হামলাকারীরা বাড়িঘর ভাংচুর ও ঘরে থাকা নগদ ৬৫ হাজার ৫০০ টাকা লুট করে নেয়। স্থানীয়রা আহত অবস্থায় বিল্লাল হোসেন (৫৬) ও সুফিয়া খাতুন (৬৫) কে তাদের উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে ভর্তি করেন। হামলার ঘটনায় বিল্লাল হোসেন বাদী হয়ে আলীনগর গ্রামের সিরাজ উদ্দিন (৬০), শওকত মন্ডল (৫৫), সুজন (২৬), আনোয়ার হোসেন (৫৫), স্বপন (২৩), পিয়াস (২৩), লিটন (১৮) ও শামীম (২৭) এর নাম উল্লেখ করে দৌলতপুর থানায় একটি এজাহার দায়ের করেছেন।
Leave a Reply